বিরোধীদলের ১৩১ ঘণ্টার অবরোধের মধ্যে মঙ্গলবার ভোরের দিকে কোনো এক সময় মিরসরাইয়ের বড়তাকিয়া
এলাকায় এই নাশকতা ঘটানো হয় বলে চট্টগ্রাম জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক জানান।
চট্টগ্রামের স্টেশন ম্যানেজার শামসুল আলম জানান, পাশাপাশি দুই লাইনের মধ্যে ডাউন লাইন তুলে ফেলা হয়েছে। আপাতত অন্য লাইন দিয়েই যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।
সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতী সকালে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে বলে স্টেশন ম্যানেজার জানান।
কুমিল্লায় রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার বিকাল ৪টায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আবার চালু হয়।
দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের পথে পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।