আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্কটপ থেকে এক ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে আসুন

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
সাধারনত ফেসবুকে যেতে হলে আমাদের কে ডেস্কটপ, প্রোগ্রাম অথবা টেস্কবার থেকে ইন্টারনেট ব্রাউজার বের করে তারপর তা ওপেন করতে হয়।
পরবর্তীতে এটি ওপেন হলে এড্রেস বারে ফেসবুকের url টি টাইপ করতে হয়। অনেকেই বুকমার্কের মাধ্যমে ওপেন করে থাকেন।


আমি আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস্ শেয়ার করব। সেটি হল আপনারা ডেস্কটপ থেকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে যেতে পারবেন।
শুনতে অবাক লাগলেও এটি আসলে একটি সহজ কাজ যা একটু বুদ্ধি খাটালে আপনি হয়তো নিজেই করতে পারবেন কোন সাহায্যে ছাড়াই। কেননা এটি একটি শর্টকাট জাতীয় টিপস্।
যাইহোক, কথা না বাড়িয়ে কাজের প্রসঙ্গে আসা যাক।


প্রথমে ডেস্কটপ থেকে Right button এ ক্লিক করুন। তারপর New তে গিয়ে Shortcut সিলেক্ট করুন।

এবার Create Shortcut নামে ডেস্কটপে একটি উইন্ডো দেখতে পাবেন।
এখন উইন্ডোটির খালিঘরে ফেসবুকের url টি লিখে দিন। ফেসবুকের url টি হল-
http://www.facebook.com
তারপর next এ ক্লিক করুন।



এবার খালিঘরে টাইটেল- “Facebook” লিখে দিন। তারপর finish এ ক্লিক করুন।

ডেস্কটপে নিম্নের চিত্রের ন্যায় একটি আইকন দেখতে পাবেন।

এবার আসুন সেটিকে ফেসবুকের ন্যায় একটি আইকন দিয়ে দিই।
এবারে আমরা উক্ত আইকনটির উপর কার্সর রেখে Right button এ ক্লিক করব এবং সেখান থেকে properties সিলেক্ট করব।


এরপর ডেস্কটপে আমরা নিম্নের চিত্রের ন্যায় একটি উইন্ডো দেখতে পাব।

এবার সেখান থেকে change icon এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত আরেকটি উইন্ডো দেখতে পাবেন।

এরপর সেখান থেকে চিত্রে দেখানো আইকন টি খুজে বের করুন এবং সেটিকে সিলেক্ট করুন। অবেশেষে ok তে ক্লিক করুন।


সাথেসাথে আইকনটি কে নিম্নের ন্যায় দেখতে পাবেন।

ব্যাস হয়ে গেল একটি পুরো প্রসেস টি।
উল্লেখ্য যে, আমি শুধুমাত্র এখানে ডেস্কটপের Shortcut অপশনস এর একটি উদাহরন দেখিয়েছি মাত্র। আপনি চাইলে Shortcut অপশনস টির মাধ্যমে এমন অনেক কিছুই করতে পারেন যা অনেকেই ধারণা করতে পারবে না।
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে।

আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন। ITsolution page
আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.