৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন মিছিল-পিকেটিং করার সময় ট্রাক চাপায় ঈশ্বরদীতে মহাবুল হোসেন (৪০) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয় অন্তত ১০ জন।
নিহত মহাবুল ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় গ্রামের ছইমুদ্দিনের ছেলে ও ছলিমপুর ইউনিয়ন যুবদলের কর্মী।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চাঁদ আলী মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, অবরোধের সমর্থনে যৌথভাবে ছলিমপুর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করছিল।
এ সময় একটি ট্রাক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পিকেটাররা ট্রাকটিতে ভাঙচুর করতে উদ্যত হলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর ট্রাক তুলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মহাবুল। পরে বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়।
এদিকে, এ ঘটনার পরপরই ওই এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
তারা ঈশ্বরদীর দাশুড়িয়া-পাকশী লালন শাহ্ সেতু ও বিশ্বরোডজুড়ে বড় বড় গাছের গুড়ি ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।