আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে পিকেটিংকালে শিবিরকর্মী আটক

সকাল সাড়ে ১১টার দিকে সমাজকল্যাণ মোড় থেকে আরাফাত রহমানকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের শহিদগঞ্জ এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
১০টার দিকে শহরের এম এ মতিন বাস টার্মিনালের কাছে শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে হরতালবিরোধীরা তাদের ধাওয়া দেয়।
এর আগে ভোরে ভাসানী মোড়ে রাস্তায় ইট বিছিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টা করলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গেলে পিকেটাররা পালিয়ে যায়।
হরতালে সিরাজগঞ্জ জেলা সদর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ থাকে। তবে রিকশা, ভ্যান ও অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিভাগে আধাবেলা হরতাল ডাকে দলটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.