ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।
একটি জরিপ দেখলাম, যেখানে যে কেউ অংশগ্রহন করতে পারে। আপনিও অংশগ্রহন করতে পারেন। যেখানে ব্যলড ডি'অর (সংক্ষেপে: বেলুন) পুরষ্কারের দৌড়ে এগিয়ে আছে রোনালদো।
ওদিকে নিজের ঢোল নিজে পিটানো ফ্রাংক রিবেরির অবস্থান চতুর্থ।
অনেকে তো অনেক কথাই বলে, সামুর ফুটবল বোদ্ধারা আসুন আমরাও সামুতে একটি জরিপ করি। আপনি এখানে আপনার ভোটটি দিয়ে ফেলুন। শুধু নাম কপি করে পেস্ট করলেই হবে। বেশি কষ্ট দিব না।
অনলাইন জরিপের ফলাফল।
১। রোনালদো -- ৫২.৬৪%
২। মেসি -- ১৩.৫৯%
৩। ইব্রাহিমোভিচ -- ১১.২৮%
৪।
রিবেরি -- ৫.১৮%
৫। সুয়ারেজ -- ৪.৯৭%
৬। ওজিল -- ২.৬৬%
সুত্র: Click This Link আপনি এখানেও ভোট দিতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।