আমাদের কথা খুঁজে নিন

   

Fast & Furious তারকা Paul Walker-এর নিরুদ্দেশ যাত্রা!

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

প্রিয় মানুষের ক্যারিয়ার সম্পর্কে বাজে কিছু শুনলে, পড়লে প্রথমেই মনে যেটা আসে ‘গুজব হবে’ । আবার একই ব্যক্তির জীবন বিপন্ন হওয়ার খবর শুনলে, দূর থেকে বারবার মনে হয়, ‘ইশশ্ যদি গুজব হতো!’ Paul Walker যে আর নেই, এটা বোধহয় গুজব নয় । ফেসবুকে খবর পড়ে, ডেইলি মেইলের ওয়েব সাইট চেক করে বোল্ড লেটারে পোস্ট করা শিরোনামটি দেখেছি । He is no more. "Fast & Furious star Paul Walker dead in fiery car wreck: Actor killed after Porsche GT driven by his friend crashed into pole" কার রেসিং নিয়ে কোন ছবি একবার দেখার পর দ্বিতীয়বার খুঁজবো, এমনটা দু’বছর আগে আমি নিজেও ভাবি নি ।

কিন্তু 2 Fast 2 Furious দেখার পর Paul Walker, Tyrese Gibson-এর আমি ভক্ত বনে গেছি, পরে এই দুজনের আরো কিছু ছবি সংগ্রহ করে দেখেছি । আমার ক্রমেই মনে হতে লাগলো, এগুলো আমার দেখা সেরা ছবিগুলোর অন্যতম । গতমাসে কয়েকবার মনে হয়েছে, ভাইয়ার ওখানে গিয়ে Fast Fiveটা নিয়ে আসি, 2 fast 2 furiousটা সাইবার ক্যাফেতে গিয়ে নামিয়ে নিই...। সময় হচ্ছিল না । এতো তাড়াতাড়ি Paul Walker-এর মৃত্যুর খবর শুনবো ভাবি নি ।

যারা তার ভক্ত, তাদের কেউ ভেবেছে?! অন্য ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনা করার বিধান নেই । প্রার্থনা তে কী আর সব সময় কাজ হয়! যার যার কর্মফল ভোগ করতে হবে । তবে একটা কথা না বললেই নয়, আ-মি Paul Walker-কে অনেক মিস করবো । অ-নে-ক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।