চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ ৩০-৩৫ বছর বয়সী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে।
আজ সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানার বন্ডবিল গ্রামের একটি আমবাগান থেকে আমগাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।হত্যা নাকি আত্মহত্যার কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে পুলিশ বন্ডবিল গ্রামের আমবাগানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মহিলার গায়ের রং শ্যামলা। তার পরনে গোলাপি প্রিন্ট শাড়ি ও গোলাপি প্রিন্ট ব্লাউজ ছিল। পেটিকোট কালো রংয়ের। আমগাছের তিনফুট উচ্চতার একটি নিচু ডালের সাথে লাশ ফাঁস দেওয়া ছিল। গাছের ডালটি নিচু হওয়ায় লাশের শরীরের প্রায় অর্ধেক মাটিতে ঠেকে ছিল।
এ কারণে এ মৃত্যুকে ঘিরে রয়েছে রহস্য।
ওসি আরো জানান, 'ময়না তদেন্তের পরই মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। '
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।