আমাদের কথা খুঁজে নিন

   

আলমডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি শাটার গান, দুই রাউন্ড বন্দুকের গুলি ও একটি ভুজালি উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে মারফত আলীর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির রান্নাঘরের চালের উপর থেকে পলিথিনে জড়ানো একটি শাটার গান, দুই রাউন্ড বন্দুকের গুলি ও একটি ভুজালি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, কেউ শত্রুতাবসত মারফত আলীর বাড়ি এ অস্ত্র ও গুলি রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।