কী সমস্যার কথা, সকাল থেকে আগুন জ্বলছে না চুলায়। বউ হরতাল অবরোধ সব ডেকে বসে আছে রান্নাঘরে। ডাইনিং রুমের দিকে নাকি কঠোর অবরোধ। কি অদ্ভুত কথা। বউকে বুঝানোর চেষ্টা করা হলো যে হরতাল অবরোধে আগুন জ্বলাটা নিয়ম, পাতিলের তলায় আগুন না জ্বললে না খেয়ে থাকতে হবে।
তাই চুলায় আগুন জ্বালিয়ে দাও বরং। আগুন নেভানোর কাজ করে থাকে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের আওতার বাইরে বেশকিছু আগুন থাকে। ফায়ার সার্ভিসের সাধ্য নাই এসব আগুন নেভায়। তেমন একটি হলো প্রেমের আগুন।
ঘরে বসে স্বপ্নে পাওয়া এক পরিসংখ্যানে জানা গেছে, সাধারণ আগুন থেকে প্রেমের আগুনে ক্ষয়ক্ষতি প্রায় দ্বিগুণ। এ জন্য একটি বাংলা সিনেমার নাম ছিল প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। নরমাল আগুন দাউদাউ করে জ্বললেও প্রেমের আগুন জ্বলে হাউকাউ করে। সাধারণ আগুন আর প্রেমের আগুনের মূল পার্থক্যগুলো হলো-
ক. সাধারণ আগুনে মানুষের শরীর পুড়ে, প্রেমের আগুনে পুড়ে হৃদয়
খ. সাধারণ আগুনে পোড়াদের নেওয়া হয় হাসপাতালের বার্ন ইউনিটে, প্রেমের আগুনে পোড়াদের নিতে হয় মানসিক হাসপাতালে।
গ. প্রেমের আগুনে পুড়ে মানুষ কয়লা হয় না, উল্টো প্রেম করার অভিজ্ঞতা বাড়ে।
ঘ. প্রেমের আগুন আর গ্যাস্ট্রিকের ব্যথা কাছাকাছি। দুটোতে বুক জ্বলে।
ঙ. সাধারণ আগুনে পোড়ার হিসাব না থাকলেও, প্রেমের আগুনে একই সঙ্গে কেবল দুজন পুড়তে পারে।
রাস্তাঘাটে বিল্ডিং-এ বাসে আগুন লাগলে ফায়ার সার্ভিস খবর দেওয়া যায়, লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রেমের আগুন যেহেতু ফায়ার সার্ভিস নিরোধক সেহেতু এই আগুন নেভানো সহজ না।
আসুন দেখে নিই এ আগুন কীভাবে নেভানো যায়।
ক. প্রেমের আগুন নেভানোর সবচেয়ে ভালো উপায় হলো নতুন আরেকটি প্রেমে আগুন জ্বালিয়ে দেওয়া।
খ. প্রেমের আগুন লাগলে দুজন মিলে বৃষ্টিতে ভেজা যায়। বৃষ্টিতে ভিজতে ভিজতে গানও গাওয়া যায় প্রেমের আগুন নেভানোর দুটি উপায় খুব একটা কার্যকর না। কারণ প্রেমের আগুন নেভানোর কোনো উপায় আবিষ্কার করতে পারেননি বলেই সম্রাট শাহজাহান তাজমহল বানাতে গিয়ে এত টাকা গচ্চা দিলেন, চণ্ডিদাস ১২ বছর বড়শি নিয়ে বসেছিলেন মাছের আশায়।
এসব বিবেচনায় গবেষণায় বলা যেতে পারে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।