আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ ভাষন (রম্য)



জাতির উদ্দ্যেশ্যে দেয়া এরশাদের ৪৫ মিনিটের ভাষনে যা থাকতে পারে: প্রথম দশ মিনিট: প্রিয় ভাইয়েরা তোমার বোনেরা আমার…দেশ আজ ক্রান্তিলগ্নে এসে গেছে। এই ক্রান্তিকাল থেকে মুক্তির একমাত্র উপায় বাংলাদেশ ভায়াগ্রা পার্টি। দেশের মানুষের আজ একদম এনার্জী নাই। আওয়ামীলীগের এনার্জী নাই…তাই তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। বি.এন.পির এনার্জি এখন হিমাংকের নিচে…তাই তাদের নেতারা সম্মুখে না এসে ভিডিও ক্লিপস পাঠায়।

আপনারা জানেন কাজী জাফর ওরফে চিনি জাফরকে আমি আমার সাংগঠানিক ক্ষমতা বলে পদচ্যুত করেছি। কিন্তু সে উল্টো আমাকে বহিস্কার করে ফেলাতে আমি আজ মর্মাহত। তাই আমি বাংলাদেশ ভায়াগ্রা পার্টি গঠন করে নির্বাচনে অংশ নিতে চাই। জনগন আমাকে চায়। আমি আর খাটে খেলতে চাই না…এবার আমি মাঠে খেলতে চাই।

এবার আমি একাই ইলেকশন করতে চাই। আমি মহাজোটে নাই। পরবর্তী দশ মিনিট: আপনারা জানেন মহাজোটে আমি কি পেয়েছি??? ওরা আমাকে একটা ভায়াগ্রা ট্যাবলেটও দেয়নি। আমার ভাইকে তারা মন্ত্রী করেছে কিন্তু আমাকে ওরা রাষ্ট্রপতি করেনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন …আপনি রওশন-পতি হয়ে থাকুন।

রাষ্ট্রপতি হতে হবে না। আমি যখন বিদিশা স্ক্যান্ডালে পড়েছি এই সরকার আমাকে সমর্থন দেয়নি। বিদিশা আমাকে বেদিশা করে এই জাতির সামনে আমাকে উলঙ্গ করে দিয়েছে। তখন কে আমাকে সাহায্য করেছে??? হাসিনা???? নাকি খালেদা???? না কেউ না …করেছে কাদের…ইয়েস…দ্যা গামছা কাদের। সে তার গামছা দিয়ে আমাকে আবৃত করেছিল বলে আমি গোপনাঙ্গ লুকিয়ে প্রেসিডেন্ট প্যালেসে আসতে পেরেছিলাম।

আমি গামছা কাদেরের সাথে শীঘ্রই জোট করে “VIG” (Viagra in gamsa) নামে একটি অতি বৃহদাকার জোট নিয়ে নির্বাচনী প্রচারনায় যাব। আমি বিদিশা,নীলা,শীলা,উর্মিলা সবার থুতু খেয়েছি আর কারও থুতু খেতে চাই না। শীঘ্রীই নতুন জোটের ঘোষণা। পরের পাঁচ মিনিট: আপনারা জানেন আল্লামা শফির কাছ থেকে আমি দোয়া নিয়েছি। উনি আমার মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করেছেন।

আমি উনাকে কথা দিয়েছি আমি ক্ষমতায় গেলে উনাকে আমি সারা বাংলাদেশ হেলিকপ্টার দিয়ে ঘুরাবো। ক্ষমতায় যাওয়ার জন্য চাই নির্বাচন। আমি মহাজোটে থেকে ইলেকশন করে আমার রাষ্ট্রপতি হবার স্বপ্ন পূরন করব। আমি মহাজোট ছাড়ব না…কখনই না। আমি হাসিনাকে বোন ডেকেছি।

দুনিয়াতে এই একটিমাত্র নারীকেই আমি বোন ডেকেছি। আমি উনার অমর্যাদা করবো না। শেষ পাঁচ মিনিট: আমার শুধু একজন বোন আছেন …তিনি হাসিনা। কিন্তু আমার একজন ভাবীও আছেন …তিনি খালেদা। আমি উনাকে সহিংসতা বন্ধ করে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছি।

নইলে আমি একাই ইলেকশন করে ফেলব। একাই প্রতিটি আসনে প্রার্থী দেব। এমনও হতে পারে আমি সমমনা সব দল নিয়ে জোট করে নির্ববাচন করব। মহাজোটে থাকলেও আমি মহাজোটে নাও থাকতে পারি। তবে আমার শেষ আশ্রয়স্হল অবশ্যই মহাজোট।

(বািক সময় আউট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।