আমাদের কথা খুঁজে নিন

   

কানসাটে রব্বানীর বাড়িতে ‘অগ্নিসংযোগ’, নিহত ১

সোমবার দুপুরে পুকুরিয়া গ্রামে তাদের বাড়িতে হামলাকারীরা আগুন দেয় বলে রব্বানীর বড়ভাই জানান।
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুকুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে রুবেল (২৫) নিহত হয়েছেন।
হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
“রুবেলের বুকের বাঁমপাশে হাতবোমার স্প্লিন্টারের আঘাতের চিহ্ন রয়েছে,” বলেন তিনি।


রব্বানীর ভাই আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার দুপুর ২টার দিকে কয়েকশ অবরোধকারী তাদের বাড়িতে হামলা করলে দুপক্ষের লোকজনের সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা প্রশাসক সর্দার সরাফত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর শুনে তিনি ঘটনাস্থনে যাচ্ছেন।
সেখানে পৌঁছে পরিস্থিতি দেখে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

পল্লী বিদ্যুতের নানা হয়রানি বন্ধের এবং বিদ্যুতের দাবিতে ২০০৬ সালের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে।


চার দলীয় জোট সরকারের সময় এ বিক্ষোভ দমনে আইনশৃংখলা রক্ষাবাহিনী গুলি চালায়। এতে হতাহতের ঘটনাও ঘটে।
গোলাম রব্বানী আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) থেকে মনোনয়ন পেয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।