শহরজুড়ে ঘর বেঁধেছি মিষ্টি ভালোবাসার
তোমার স্মৃতি পোড়াচ্ছে খুব এখন রাতের বেলায় ।
বুকের মাঝে শব্দ বুনেছি গাঢ় ভালোবাসার
হালকা করে বলে দিও ভালোবাসো আমায় ।
অসংলগ্ন পথ ছিটকে গেছে যে শহরের দোরে ,
সে শহরে তোমায় নিয়ে স্বপ্ন বুনি আমি ।
নীল অভিমানে পুড়ছে যে চোখ একাকীত্বের দায়ে ,
সে চোখেতে ভালোবাসা খেলে আমি দেখি ।
অতন্দ্রিলা তোমার চোখে যখন বৃষ্টি ঝরে
তখন মেঘেরা গুমরে কাঁদে বৃষ্টি হয়নি বলে ,
রোদ হাসেনা-ঘুম হয়না আমার দুচোখে
তোমার চোখের জলে তখন শব্দরা নির্বাক ঘুরে ।
পেছন ফিরে তুমি যখন রিক্সা থেকে দেখো ,
বুকের ভেতর হিমশীতলের ঝড় হয়ে যায় তখন,
মিষ্টি করে হেসে যখন আমায় কিছু বলো
ভূমিকম্প জাগে তখন আমার বুকের ভেতর ।
মনপবনের শুক্লপক্ষরাতে জোয়ারের জলস্রোতে
অতন্দ্রিলা তোমার কথা ভুলে যাইনি আমি ,
বুকের ভেতর বিশ্বাসের গাঢ় নিঃশ্বাসে বেড়ে উঠেছো তুমি
মনের এক কোণে তুমি আমার ভালোবাসার দেবী ।
হাত বাড়িয়ে যখন আমি তোমার হাত ধরি
রোদ যেন খুঁজে পায় তখন মিষ্টি কথকতা ।
স্মৃতিভেজা তোমার দেয়া আমার রুমালখানা
চোখ জুড়িয়ে বলে যেন হাসনাহেনার কথা ।
মুঠোয় ভরে ভালোবাসা বন্ধী করে দেবো ,
আমায় তুমি দিও কিছু হাত ছুঁয়ে দিয়ে তোমার ।
অতন্দ্রিলা মন খারাপ তুমি একটিবারো করোনা ,
শহরজুড়ে ঘর বেঁধেছি ভালোবাসার,এই আমি যে তোমার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।