আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রেম অথবা অপহরণ (!) এবং শহরজুড়ে তোলপাড়

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার... প্রথম দিন,শনিবার,২৪ সেপ্টেম্বর’২০১১ প্রেমের টানে ঘর ছাড়লো রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কিশোরী কন্যা রাঙামাটি ঃ প্রেমের টানে ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলো রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার কন্যা শাইরি চাকমা (১৫)। সে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শাইরি চাকমা স্থানীয় একটি ব্যান্ডদলের সদস্য রনেল মারমার (২৩) সাথে প্রেম করে আসছিল। শনিবার সকালে স্কুলে যাওয়ার পর প্রেমিকের হাত ধরে উধাও হয় সে। রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, চেয়ারম্যান পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে আসামবস্তি এলাকায় রনেল মারমার বাসায় অভিযান চালানো হয়েছে,তবে তবে কাউকে পাওয়া যায়নি।

অপহরনের বিষয়টি সঠিক নয় উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে এটা প্রেমঘটিত বলে বলা হয়। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে অপহরণ করা হয়েছে বলে কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার সকালে রাঙামাটির আসামবস্তিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে কয়েকজন পাহাড়ী যুবক তাকে অপহরণ করে কাপ্তাইয়ের দিকে নিয়ে যায়। রাঙামাটির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী জানিয়েছেন,আমরা অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি,তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এটিকে অপহরণ নয়,প্রেমসংক্রান্ত বিষয় বলেই মনে হচ্ছে। ছেলেমেয়ে দুটিকে সকাল সাড়ে বারেটার সময় স্কুলের সামনে থেকে সিএনজিযোগে যেতে দেখেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ চাকমা জানিয়েছেন,আমি ছাত্রীদের কাছ থেকে জেনেছি মেয়েটি গাড়ী থেকে নেমে স্কুলে না ঢুকে ছেলেটির সাথে চলে গেছে। সে স্বেচ্ছায় গিয়েছে বলেই জানিয়েছে তার সহপাঠীরা। দ্বিতীয় দিন,রবিবার,২৫ সেপ্টেম্বর’২০১১ ২৪ ঘন্টা পর জেলা পরিষদ চেয়ারম্যান কন্যা উদ্ধার ! শনিবার স্কুলে যাওযার পর প্রেমিকের হাত ধরে উধাও হওয়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার কিশোরী কণ্যা শাইরি চাকমাকে রবিবার দুপুর একটায় মগবান ইউনিয়নের কামিলাছড়ি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শাইরি চাকমাকে তা খালা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিনতি চাকমার হাতে তুলে দেয়া হলেও প্রেমিক রনেল মারমাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা লুৎফুর রহমান। তিনি জানিয়েছেন,এলাকাবাসীর সহযোগিতায় শাইরি চাকমাকে মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে।

এদিকে শাইরি চাকমার পিতা রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা শনিবার রাতেই রাঙামাটির কোতয়ালী থানায় প্রেমিক রনেল মারমা,তার পিতা,মাতা,বন্ধু সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে একটি অপহরণ মামলা করেছেন। এর পর পরই পুলিশ রনেল মারমার বাবা-মা-ভাই-বোন, ১জন বন্ধু এবং সিএনজি চালককে গ্রেফতার করে ানায় নিয়ে আসে। এবং তার পিতা-মাতাকে ২৪ ঘন্টার মধ্যে রনেল চাকমা এবং শাইরি চাকমা কে নিয়ে আসার আল্টিমেটাম দিয়ে ছেড়ে দেয়। এরপরই উদ্ধার হলো প্রেমিক যুগল। কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন,মেয়েটিকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে এবং ছেলেটিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, গত শনিবার সাড়ে বারোটায় রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় অবস্থিত রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়ী থেকে নেমে স্কুলে প্রবেশ না করে প্রেমিক রনেল চাকমার সাথে পালিয়ে যায় শাইরি। সে ওই স্কুলের নবম শ্রেণীর বাণিজ্য বিভাড়ের ছাত্রী। তার সহপাঠী,স্কুলের প্রধান শিক্ষক এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়েটি স্বেচ্ছায় গেছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। প্রাথমিক অবস্থায় মেয়েটির পরিবার ও জেলা পরিষদের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য স্থানীয় সাংবাদিকদের নানাভাবে অনুরোধ এবং ‘ম্যানেজ’ করার পর শনিবার রাতে চেয়ারম্যান নিজেই বাদী হয়ে ‘অপহরণ’ মামলা করেন। এদিকে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে,পুলিশ নয়,একটি আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মীরা নিখিল কুমার চাকমার কন্যাকে উদ্ধার করে দিয়েছে।

তারাই উদ্ধার করে ছেলে এবং মেয়েকে পুলিশের হেফাজতে দেয়ার পর পুলিশ আনুষ্ঠানিকভাবে মেয়েটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে। তবে পুলিশের একাধিক কর্মকর্তা এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি। সর্বশেষ জেলা পরিষদ চেয়ারম্যান এর মেয়ে সংক্রান্ত সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধানা হয়েছে ! ছেলেটিকে মারমা নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.