আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জে আওয়ামী লীগে বিদ্রোহ জাপা প্রার্থীর শান্তি মিছিল

সুনামগঞ্জ-৪ সদর আসনে আওয়ামী লীগের জেলা সভাপতি বর্তমান সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেতা এম এনামুল কবির ইমন। তিনি যুবলীগ কর্মীদের নিয়ে বিকালে মনোনয়ন জমা দেন। তার মনোনয়ন প্রাপ্তি নিয়ে দলে বিদ্রোহ দেখা দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট বিপুলসংখ্যক নেতা-কর্মীকে নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় নেতা-কর্মীরা ইমনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে মুকুটকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। পরে আলহাজ মতিউর রহমান ও নূরুল হুদা মুকুট দলীয় কার্যালয়ে বৈঠক করেন। এ সময় নেতা-কর্মীরা ইমনের বিরুদ্ধে দলের অন্য কাউকে মনোনয়ন দানের দাবি জানান। এদিকে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ শহরের হাছননগরের বাসভবনে সকালে দোয়া মাহফিলের মাধ্যমে 'শান্তির জন্য পরিবর্তন' শ্লোগান তুলে মৌন মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন। দোয়া মাহফিলে শহরের সুধীজন ছাড়াও বর্তমান ও সাবেক স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন।

তাদের মধ্যে অন্যতম সাবেক পৌর কাউন্সিলর সামরান আলী, শামীম চৌধুরী সামু, বর্তমান কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবুল বরকত, সাবেক চেয়ারম্যান আবুল হাসান, জাতীয় পার্টির নেতা জসীম উদ্দিন লাল, রশীদ আহমেদ, যুব ইউনিয়ন জেলা সভাপতি মোজাম্মেল হক মুনিম, ক্রীড়া সংগঠক দেওয়ান সাজাওয়ার রাজা, সৈয়দ মনোয়ার, যুবলীগ নেতা সৈয়দ তারিক হাসান দাউদ প্রমুখ। মনোনয়নপত্র দাখিল শেষে পীর মিসবাহ শহরজুড়ে মানুষের সঙ্গে সালাম, আদাব-কোলাকুলির মাধ্যমে গণসংযোগ করেন। জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ সুনামগঞ্জ-৫ ও আসাদ উল্লাহ সরকার সুনামগঞ্জ-১ ও জামিল চৌধুরী সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন দাখিল করেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.