আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ "Braveheart"

"Brave Heart" ছবির নামের মতই অসম্ভব সাহসী এক হৃদয়ের মানুষের যাত্রা এই ছবিতে দেখানো হয়েছে । মেল গিবসন পরিচালিত এবং অভিনীত অস্কারজয়ী এই ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে । আর তার পরেই মানুষের হৃদয়ে স্থান করে নেয় ছবিটি । ছবির মূল কাহিনী ১৩ শতকের স্কটিশদের নিজেদের মাতৃভূমি রক্ষা করার যুদ্ধ নিয়ে গড়ে উঠে । ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের অবস্থানকে উপজীব্য করে এই ছবির কাহিনী আবর্তিত হয় ।

আইএমডিবি রেটিংয়ে ৮.৪ পয়েন্টর ছবিটির ব্যাপ্তিকাল ১৭৭ মিনিট । উইলিয়াম ওয়ালিস একজন স্কটিশ বিদ্রোহী যে কিনা ব্রিটিশ নিষ্ঠুর শাসক এডওয়ার্ড লংশ্যঙ্ক এর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে । এডওয়ার্ড লংশ্যঙ্ক ক্রমেই স্কটিশদের ওপর অত্যাচারে মাত্রা বাড়িয়ে দিচ্ছিল । বালক বয়সে উইলিয়াম ওয়ালিস ও তার পরিবার অন্য অনেকের সাথে তাদের বাসভূমি হারায় । তারা আমার নতুন করে জীবন শুরু করে ।

উইলিয়াম ওয়ালিস এর সাথে পরিচয় ঘটে মুরান নামের এক মেয়ের, তারা পরস্পর তাদের প্রেমে পড়ে এবং ভালোবাসায় আবদ্ধ হয়ে অল্প সময়ে বিবাহে আবদ্ধ হয় । কিন্তু তাদের গ্রাম শাসন করত ব্রিটিশ সেনারা যাদের ভয়ে তটস্থ থাকতো গ্রামের সবাই এবং ছবির এক পর্যায়ে দেখা যায় সে তার ভালোবাসার মানুষকে সে হারায় । ভালাবাসার মৃত্যু এবং জন্মভুমি পুনরুদ্ধারের চেষ্টায় উইলিয়াম ওয়ালিস যুদ্ধে লিপ্ত হয় এবং সে কষ্টও জন্মভূমি পুনরুদ্ধার করা নিয়েই ছবির গল্প এগিয়ে চলে । উইলিয়াম ওয়ালিস একজন সাহসী যোদ্ধা হিসেবে আবির্ভূত হয় এবং ব্রিটিশ শাসক এডওয়ার্ড লংশ্যঙ্ক এর চোখে ক্রমেই দেশদ্রোহী হয়ে উঠে । সামনে থেকে নেতৃত্ব দিতে থাকে উইলিয়াম ওয়ালিস যুদ্ধের ।

কিন্তু যুদ্ধে তাদের পরাজয় স্বীকার করতে হয় এবং উইলিয়াম ওয়ালিস বন্দী হয় , এরপর তার জন্যে কি অপেক্ষা করছে এ রকম অবস্থার মধ্য দিয়েই ছবির কাহিনী এগিয়ে যেতে থাকে । ১৩ শতকে স্কটিশদের কাহিনীকে নিয়ে নির্মিত "ব্রেভহার্ট " ছবিটিতে অভিনয় করেছেন - মেল গিবসন ,সোপি মারসিউ , প্যাট্রিক ম্যাক গোহানসহ আরও অনেকে । প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অসম্ভব দক্ষতার সাথে অভিনয় করেছেন । বিশেষ করে মেল গিবসনের অভিনয় অসম্ভব ভালো লেগেছে । হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিনয় ফুটে উঠেছে তার কাছ থেকে ।

ছবিটির কাহিনী লিখেছেন -রেনডেল ওয়ালিস। আর ছবিটি অসম্ভব দক্ষতার সাথে সার্থক পরিচালনা করেছেন নায়ক ও পরিচালক মেল গিবসন । উইলিয়াম ওয়ালিস এর যুদ্ধ , তার সাহসিকতা কিংবা তার ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা সবকিছু দারুণভাবে ছুঁয়ে যায় নিঃসন্দেহে পুরোটা ছবিজুড়ে । তার কি অসম্ভব দক্ষতা এবং পারদর্শিতা নজর না কেড়ে পারেনা ছবির প্রতি । নিজের দেশের জন্যে যুদ্ধ , সমাজের জন্যে যুদ্ধ ।

তার ভালোবাসার মানুষের করুণ মৃত্যু দর্শকদের মনে অনেকটা কষ্টকর মুহূর্তের অবস্থা সৃষ্টি করে অনায়াসে । ছবির শেষভাগে এসে খুব কষ্ট লাগে যখন উইলিয়াম ওয়ালিসকে হত্যা করা হয় আর গ্রামবাসীরা কাঁদতে থাকে । সত্যিই এক অসম্ভব সাহসী যোদ্ধার কাহিনী ফুটে উঠেছে মেল গিবসনের এই "ব্রেভহার্ট" ছবিজুড়ে । ছবির কাহিনী , দৃশ্য,আর বিশেষ করে ছবির মিউজিক সবকিছু মনকাড়ার মত ছিল । ছবির কাহিনীর সাথে ছবির চরিত্রগুলোকে দারুনভাবে ফুটিয়ে উঠা এবং ছবির এক একটি দৃশ্যের অবতারণা নিঃসন্দেহে চোখে পড়ার মত ছিল ।

আর এসবসহ ছবির কথা , দৃশ্যায়ন সব চমৎকারভাবে ফ্রেমবন্দী করেছেন ছবির পরিচালক মেল গিবসন । যেন এক সাহসীযোদ্ধার হৃদয়ের অনুভূতির এক সার্থক রুপ "Brave Heart"মুভি ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.