আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাচ ফিক্সিং এর থাবায় কলংকিত বিপিএল, পর্দার পেছনের মানুষগুলো কারা ?

ব্লগের একমাত্র অলস ব্লগার । ক্রিকেট কে যখন থেকে শুধুমাত্র একটি খেলার বাইরে ভাল বাণিজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে তখন থেকেই ফিক্সিং এর কালো থাবা খেলাটিকে কলঙ্কিত করেছে । ব্যবসায়ী ক্রিকেটে আসেন ব্যবসা করতে খেলতে নয় । তাদের তারা তাদের লাভ লোকশানের হিসেব মেলাতে যতরকম অসদুপায় ব্যবহার করা যায় করবেই । তাদের আটকানো যাবে না টিটোয়েন্টি নামের দুই মিনিটের ম্যাগি নুডলস মার্কা খেলাটিই হল ক্রিকেটের সর্বনাশের মূল ।

বলছি না ওয়ানডে বা টেস্টে ফিক্সিং হত না কিন্তু এটা সত্যি ফিক্সিং সবচেয়ে বেশি হয় এই টিটোয়েন্টিতেই । এখানে সময় কম দর্শক আগ্রহ বেশি তাই ফিক্সিং এর ডিমান্ডও বেশি । মাত্র তিন ঘন্টায় কোটি কোটি ডলারের ইনকাম বাজিকরদের চুম্বকের মত টানছে টিটোয়েন্টিতে । আইপিএল, বিপিএল নিয়ে বলি । এটা এখন সত্যি যে উপমহাদেশের দুই ক্রীড়ামোদি দেশের এই দুই টুর্নামেন্ট ফিক্সিং এর থাবায় জর্জিত ।

এখানে ফিক্সিং হয় । অনেক বেশি হয় । প্রকাশ পেয়েছে খুব কমই । বলা যেতে পারে বাংলাদেশীরা তো ফিক্সিং করে না । হ্যা সত্যি ।

খেলাটাকে বাংলাদেশীরা এখনো খেলাতেই রেখেছে । ব্যবসা করতে চায়নি । তাই বিপিএল নিয়ে বাংলাদেশীরা যে হাজার হাজার টাকা বাজি ধরবে এটা অসম্ভব । তাহলে বিপিএলে বাজিটা কোথায় হয় ? কেন ইন্ডিয়াতে । জি ইন্ডিয়াতেই ।

ইন্ডিয়াতে বহু বার, ক্লাব আছে । সেখানে নামে বেনামে আইপিএল বিপিএলের জন্য বাজি ধরা হয় । বাজি ধরা হয় খেলার জন্য না ব্যবসা করার জন্য । এজন্যই বিপিএল সম্প্রাচের প্রতি ইন্ডিয়ার এত আগ্রহ । কারন টিভি চ্যানেলগুলো জানে বিপিএল মউসুমে এমন সব ক্লাবেই বিপিএল থাকবে আগ্রহের তুঙ্গে ।

খেয়াল করলে দেখবেন আইপিএল বা বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর মালিক ব্যবসায়ীরা । তাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে টাকা কামানো । সেটা কিভাবে ? ক্রিকেট এখনো ফুটবলের মত বিশ্বব্যাপি জনপ্রিয় নয় । তাই এক ম্যানচেষ্টার ইউনাইটেড সম্প্রচার সত্ত থেকে যত টাকা ইনকাম করবে আইপিএলের দলগুলো সেটা পারবে না । একইভাবে ইউরোপের ফুটবল ক্লাবগুলো জার্সি বা স্যুভনির থেকে যতটাকা ইনকাম করে আইপিএল বা বিপিএলের দলগুলো সেটা পারবে না ।

মাঠের টিকিট বিক্রি থেকে তো নয়ই । তাহলে ব্যবসা হবে কোত্থেকে ? এখানেই আসল প্রশ্ন । ধীরে ধীরে ঠিকই বের হয়ে আসছে যে এইসব টুর্নামেন্টে ফিক্সিং হচ্ছে । ফিক্সিং হচ্ছে প্রতিটি ম্যাচেই । বের হয়ে আসছে শুধুমাত্র খেলোয়াড় বা কর্মকর্তা জড়িত যেখানে সেসব ম্যাচের কথা ।

বলা যায় মূলত এই ফিক্সিং থেকেই দলগুলোর মালিকেরা মূল ইনকামটা করছে । আর সেখানে মাঝে মাঝে বলির পাঠা হচ্ছে খেলোয়াড়েরা । রেসের ঘোড়াকে আমরা নামিয়ে দিচ্ছি ময়দানে । বাধ্য করছি দৌঁড়াতে । দর্শকতো তাকেই দেখছে ।

তাই ভুল হলে সব দোষ তারই । আস্তাকুড়ে ফেলে দেয়া হয় তাকে । পর্দার পেছনের মানুষগুলো আড়ালেই থেকে যায়  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.