আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে যাত্রীবাহী ২২ বাসে আগুন, আহত ১০

১৮ দলের ডাকা হরতালে আজ সকালে ও দুপুরে পৃথকভাবে দুটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে অনত্মত ১০জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টায় ফতুল্লা মডেল থানার মাত্র ২০০ গজ দূরে ফতুল্লা বাজার এলাকায় ৮-১০ জন যুবক অবরোধের পক্ষে শ্লোগান দিয়ে নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়কে অবস্থান নিয়ে ঢাকা থেকে পঞ্চবটির উদ্দেশ্যে ছেড়ে আসা বোরাক পরিবহনের (ঢাকা মেট্রো-জ- ১১-১৬৮৭) একটি বাসে অগ্নি সংযোগ ও একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম, ১১-০৯২৮) ভাঙচুর করে।

এসময় অবরোধকারী যুবকদের আরিফ চৌধুরী নামের যুবলীগের এক নেতা বাধা দিলে অবরোধকারীরা তার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। বাস থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত ৭জন আহত হয়েছে যাদের মধ্যে সাদেক ও রহমান নামের দুইজনের পরিচয় পাওয়া গেছে।

এর আগে সকাল ৮টায় শহরের কিল্লারপুল এলাকাতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে লাঠিসোটা নিয়ে মিছিল করে শিবিরের ২০-২৫জন। তারা ওই সময়ে তারা দুরনত্ম পরিবহনের  আগুন দেয় শিবিরের লোকজন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসে থাকা ৩-৪ জন যাত্রী আহত হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.