ইকোনোমিস্ট
প্রেসিডেন্ট এরশাদ, প্রেসিডেন্ট বদরুদ্দোজা, ৩ বারের প্রাইম মিনিস্টার খালেদা বেগম, ২ বারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার কাযী জাফর, প্রাইম মিনিস্টার মওদুদ, ৩ বারের বেশী যেজন এমপি ছিলেন, সবাইকে ফোর্স রিটারমেন্টে পারঠালাম; আপনাদেরকে সরকার বিপুল সুযোগ সুবিধা দেবে; আপনারা এখন থেকে রাজনীতি থেকে দুরে থাকবেন।
ভারতের প্রেসিডেন্ট ড: আবুল কালাম প্রেসিডেন্ট পদের টার্ম শেষ করে আবার নিজের যায়গায় ফেরত গেছেন, ভারতের মহাকাশ প্রোগ্রামে কাজ করছেন, মংগল গ্রহে উপগ্রহ পাঠায়েছেন: ভারতীয়দের কাছে দেবতার সমান।
আমাদের প্রাক্তন প্রেসিডেন্টরা নিজেদের সন্মান নিজেরা রাখতে জানেননি; কিন্তু জাতি তাদের সৃস্ট সমস্যায় ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ট হচ্ছে; টাই সময় এসেছে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানোর। এরা সরকার থেকে বিরাট সুবিধা পায় ও পাবে; তাই এখুনি উনাদের সরে যাওয়া খুবই দরকার।
৩/৪ জন ভালো মানুষ, বিদেশী এডভাইজার ও মিলিটারীর সাহায্য নিয়ে দেশ চালাতে হবে বর্তমান প্রেসিডেন্টকে। তিনি আওয়ামী লীগের সত্য, কিন্ত কারো ক্ষতি করার মতো ক্ষমতা উনার নেই; বিদেশী েডভাইজারদের নিলে উনি ক্ষতি করার সুযোগ পাবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।