ফুটবল খেলার মাঠে দর্শক উত্তেজনা যেন রীতিতে পরিণত হয়েছে। কিন্তু ফুটবল মাঠে শুধু বাক-বিতণ্ডা বা হাতাহাতিই নয়, অগ্নিকুণ্ডের মতো মিসাইল ছোঁড়া এ ঘটনাটি একেবারেই বিরল!
অবাক করার মত ঘটনাটি ঘটেছে বসনিয়ায়। প্রিমিয়ার লীগে জেলেনিকার ও বোরাকের মধ্যে খেলা চলছিল। ১-০ গোলে এগিয়ে ছিল জেলেনিকার। এমন সময় বোরাকের সমর্থকরা সে পরাজয় মানতে নারাজ।
বরাবরেই মতোই বেধে গেলো হট্টগোল। গোল নিয়ে হট্টগোলের শেষ পরিণতিতেই সবাই হতবাক! প্রথমে পাথর দিয়ে শুরু হয় প্রতিপক্ষের ওপর আক্রমণ। এর পর শুরু হয় পটকা ও বারুদের আতষবাজি। এক সময় সেই স্টেডিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অগ্নিকুণ্ডের ছোঁড়াছুড়ি। ঠিক মনে হচ্ছিল যেন যুদ্ধ চলছে।
খেলোয়াড়রা কিংকর্তব্য বিমুঢ়। হতভম্ব হয়ে মাঠের মাঝখানে আশ্রয় নিয়েছেন। এমনটা বোধ হয় কোথাও দেখা যায় না।
তবে শেষ পর্যন্ত এ ঘটনায় দেশটির ফুটবল অভিভাবক এনএফএসবিআইএইচ জেলেনিকারকেই ম্যাচ বিজয়ী ঘোষণা করে। বোরাককে গুনতে হয় চার হাজার চার শ ইউরো জরিমানা।
এ ছাড়া বোরাক সমর্থকদের পরের তিনটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।