আমাদের কথা খুঁজে নিন

   

গুণ্ডাদের পেটানো ও ঝাড়ু মারার কাজ করতেন পোপ ফ্রান্সিস !


ছবিতে বিশ্বের ক্যাথিলিক খ্রীস্টানদের সর্বোচ্চ ধর্ম গুরু পোপ ফ্রান্সিস অর্থ রোজগারের জন্য একসময় মদের বারে বাউন্সার ও ঝাড়ু মারার কাজ করতেন পোপ ফ্রান্সিস। বাউন্সার হচ্ছেন সেই ব্যক্তি যারা মদের বারে হট্টগলকারীকে উত্তম মধ্যম দিয়ে বের করে দেয়। পোপ হবার আগে পয়সা রোজগারের জন্য পোপ আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ক্লাব গুলোতে এসব কাজ করেছেন। মঙ্গলবার রোমের প্যারিস চার্চ সফর কালে পোপ তার ঘনিষ্ঠজনের কাছে আলাপ কালে এ কথা বলেন। ভ্যাটিকানের দৈনিক L'Osservatore Romano হতে এ খবর news.com.au নামক একটি ওয়েব সাইট জানায়।

পোপ আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে তিনি মেঝেতে ঝাড়ু মারার কাজ পর্যন্ত করেছেন। একটি পরীক্ষাগার চালাতেন তিনি সেসময়। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য তিনি এসব কাজ করেছেন। পবিত্র আলোর দেখা পেলে তিনি সবকিছু ছেড়ে দেন। ১৯৫৮ সালের ১১ মার্চ তিনি একটি মিশনারি সংগঠনের সাথে যুক্ত হোন।

তখন থেকেই তিনি পোপ হবার পথে নিজেকে যুক্ত করেন। পূর্বের পোস্ট ধর্ষিত মেয়ে ফ্যাস্টিটদের এজেন্ট: অরুন্ধতি ! সিগারেটে ক্ষুব্ধ সৌদি যুবক তালাক দিলো স্ত্রীকে ! কবর প্রথা ভাঙার ঘোষণা জাপান সম্রাটের মেরে ফেলো চীনের প্রত্যেককে আয়নার আলো উজ্জ্বল করলো গ্রাম !
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।