"লেখা কম, পড়া বেশি" ব্লগার
ছোট্ট বন্ধুরা, তোমরা তো বড় হলে মস্ত বড় বড় বিজ্ঞানী হবে। তোমরা কি জানো বড় বড় বিজ্ঞানীরা কি করতেন?
তারা তাঁদের চিন্তা ভাবনা, পরিকল্পনা এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল নিজেদের নোট বুকে লিখে রাখতেন। সেই সব নোটবুকে ছবি-নক্সা এঁকে অনেক কিছু চিন্তা ভাবনা করতেন। তোমাদেরকেও একই কাজ করতে হবে। তোমরা নিচের কয়েকটা জিনিস যোগাড় করে ফেল।
১. একটা ছোট খাতা।
২. কলম
৩ পেন্সিল ও ইরেজার
৪. রুলার
আমরা যখনই একটা পরীক্ষা করব, সেটার পরিকল্পনা ধাপে ধাপে খাতায় লিখে ফেলব। পরীক্ষার জন্য কি কি যন্ত্রপাতি লাগবে, সেটাও লিখে ফেলব। তারপর পুরো প্রজেক্টটার ছবি আঁকবো। একেবারে সুন্দর ছবি হতে হবে, তেমন কোন কথা নেই।
পুরো প্রক্রিয়াটা বোঝানো গেলেই হল। তোমরা যারা সুন্দর ছবি আঁকতে পারো, তারা আমাকে শিখিয়ে দিও। আমি আবার সুন্দর করে আঁকতে পারিনা। সবশেষে পরীক্ষার ফলাফল লিখে তারিখ সহ সই করবে।
ঠিক আছে?
যখন তোমরা বিখ্যাত বিজ্ঞানী হয়ে যাবে, তখন সবাই কে বলতে পারবে ছোটবেলাতেই তোমরা কত্ত বড় বড় পরীক্ষা-নীরিক্ষা করেছো।
এবার আসো, আমরা একজন বিখ্যাত বিজ্ঞানীর নোটবুক দেখি। তোমরা হয়তো বিখ্যাত বিজ্ঞানী লিওনার্দ দ্য ভিঞ্চির নাম শুনেছো। তিনি যেমন ছিলেন বিজ্ঞানী, তেমনি ছিলেন ভাস্কর, স্হপতি, সঙ্গীতজ্ঞ এবং চিত্র শিল্পী। তিনি তার কাজ কর্মের সব কিছু লিভে রাখতেন নিজের নোটবুকে। তার নোটবুকের কিছু ছবি দেখো।
তিনি শূন্যে পাখির মত ভেসে বেড়াবার একটা যন্ত্র নিয়ে গবেষণা করছিলেন। সেটা আঁকাছিলো তার নোট বুকে।
তিনি একটা হেলিকপ্টার বানাবারও চেষ্টা করছিলেন। সেটাও তার নোটবুকে আঁকাছিলো।
মায়ের পেটে শিশু কিভাবে থাকে, সেটা নিয়েও তিনি চিন্তা ভাবনা করেছিলেন।
এটাও তার নোটবুকে পাওয়া যায়।
এক সময় তোমরাও লিওনার্দ দ্য ভিঞ্চির মত বড় বিজ্ঞানী হয়ে উঠবে, চিন্তা করতেই মজা লাগছে, তাইনা?
আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই।
************************************
(ছোট ছেলেমেয়েদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবার ক্ষুদ্র প্রয়াস নিয়ে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে "মজার বিজ্ঞান, বিজ্ঞানের মজা"। এই লেখাটি সেখান থেকে নেয়া। পেজটিতে লাইক দিলে নিয়মিত ছোটদের জন্য বিভিন্ন ধরনের মজার বৈজ্ঞানিক পরীক্ষার কথা জানা যাবে।
)
************************************* ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।