আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের বাসভবনের চারপাশে কড়া নিরাপত্তা

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবনের চারপাশে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সদস্যের উপস্থিতি বাড়ানো হয়েছে। র‌্যাব বলেছে, নিরাপত্তাজনিত কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং। সাক্ষাৎ শেষে বাসায় প্রেস ব্রিফিং করেন এরশাদ।

র‌্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, এ সময়ে এইচ এম এরশাদের বাসা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কেন হঠাৎ এই অতিরিক্ত নিরাপত্তা—জানতে চাইলে র‌্যাব-১-এর অধিনায়ক কিসমত হায়াত সাংবাদিকদের বলেন, ‘এলাকাটি ডিপ্লোম্যাটিক জোনে। তাই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া গুলশান এলাকার অনেক লোকও নিরাপত্তা বাড়ানোর জন্য র‌্যাবের কাছে ফোন করেছে। ’

গতকাল মঙ্গলবার নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন এরশাদ। নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন এরশাদ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।