আমাদের কথা খুঁজে নিন

   

উড়বে নাকি প্রিয়া

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

উড়ো প্রিয়া উড়ো যেমন ইচ্ছে তেমন করে উড়ো মনের আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়ো উড়িও না তবে তসলিমার মতো বাতাসের বিপরীতে ঝঞ্চা বিক্ষুব্ধ বিরূপ আকাশে; রূপের ডানা শিশির কণা ঘাসের ডগায়, একটু রোদ্রের ছোঁয়ায় কিংবা মেঘের ঝাপটায় ঝরে যায় ডানা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়; ঐ দেখো প্রিয়া ব্রেক বিহীন দামী গাড়ীর পরিণতি ট্রাফিক আইন না মেনে গতির যুগে তাল মিলিয়ে দ্রুত গতিতে ছুটতে গিয়ে টাল হারিয়ে পাশের খন্দকে পড়ে ভেঙ্গে গুড়ো গুড়ো ছাতু, বেচতে হবে এখন লোহা-লক্কর সের দামে; লাটিম ছাড়া - সুতো ছেঁড়া ঘুড়ি উড়ে যায় আকাশের অসীম নীলিমায় কখনো কি ফেরে আর আপন ঠিকানায়? উড়বে নাকি প্রিয়া আকাশের অসীম নীলিমায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.