অনুমতি পাওয়ার পর পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিতভাবে অ্যারোস্ক্র্যাফটকে উড়ানোও হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান অ্যারোস সাংবাদিকদের সুযোগ করে দিয়েছে অ্যারোস্ক্র্যাফটের পরীক্ষামূলক উড্ডয়ন দেখার। এ প্রসঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানের যোগাযোগ পরিচালক জন কিয়েল জানিয়েছেন, মুক্তভাবে ওড়া প্রথম পরীক্ষামূলক ফ্লাইট কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে।
কিয়েল আরও জানিয়েছেন, পরীক্ষামূলক ফ্লাইটে অ্যারোস্ক্র্যাফটকে ১০০ ফুট উচ্চতায় উড়তে দেখা যাবে। চার শতাধিক ফুট লম্বা অ্যারোস্ক্র্যাফট প্রায় ৬৬ টন কার্গো বহন করতে পারবে বলে জানিয়েছে এর নির্মাতারা। ২০০৬ সাল থেকে এর উন্নয়ন চলছে এবং যুক্তরাষ্ট্র সরকার অ্যারোস্ক্র্যাফটের উন্নয়নের জন্য তিন কোটি ৫০ লাখ ডলার খরচ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।