আমাদের কথা খুঁজে নিন

   

১৯৯০ এর সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়েছিল ২৪টি ছাত্র সংগঠনের সমন্বয়ে । নিম্নে ছাত্র সংগঠন গুলোর নাম এবং তৎকালীন সভাপতি – সাধারন সম্পাদক বা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নাম দেয়া হোল



১। ডাকসু – সহ-সভাপতিঃ আমানুল্লাহ আমান , সাধারন সম্পাদকঃ খায়রুল কবির খোকন ২। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - আহবায়কঃ আমানুল্লাহ আমান , যুগ্ন-আহবায়কঃ ১। খায়রুল কবির খোকন, ২। ফজলুল হক মিলন, ৩।

নাজিমুদ্দিন আলম, ৪। রুহুল কবির রিজভি ৩। বাংলাদেশ ছাত্রলীগ (হা-অ) - সভাপতিঃ হাবিবুর রহমান হাবীব , সাধারন সম্পাদকঃ অসীম কুমার উকিল ৪। বাংলাদেশ ছাত্রলীগ (না-শ) - সভাপতিঃ নাজমুল হক প্রধান , সাধারন সম্পাদকঃ শফি আহমেদ ৫। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - সভাপতিঃ মোস্তাফিজুর রহমান বাবুল, সাধারন সম্পাদকঃ নাসির উদ-দৌজা ৬।

জাতীয় ছাত্রলীগ - সভাপতিঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু, সাধারন সম্পাদকঃ কামাল হোসেন ৭। সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট - সভাপতিঃ মোস্তফা ফারুক, সাধারন সম্পাদকঃ বজলুর রশিদ ফিরোজ ৮। বাংলাদেশ ছাত্র মৈত্রী - সভাপতিঃ জহিরুদ্দিন স্বপন, সাধারন সম্পাদকঃ নুর আহমেদ বকুল ৯। গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন - সভাপতিঃ আখতার সোবহান মাসরুর, সাধারন সম্পাদকঃ সুজাউদ্দিন জাফর ১০। বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ মাহবুব) - সভাপতিঃ আব্দুস সাত্তার, সাধারন সম্পাদকঃ মোশারফ হোসেন ১১।

বাংলাদেশ ছাত্র ঐক্য সমিতি - আহবায়কঃ আমিনুল ইসলাম , সদস্যঃ এ এস মণির, সালেহ আহমেদ ১২। বাংলাদেশ ছাত্র ফেডারেশন - সভাপতিঃ ফয়জুল হাকিম লালা, সাধারন সম্পাদকঃ সৈয়দ জাহাঙ্গীর ১৩। গণতান্ত্রিক ছাত্র লীগ - সভাপতিঃ সাইফুদ্দিন মনি, সাধারন সম্পাদকঃ সালাউদ্দিন তরুন ১৪। জাতীয় ছাত্রদল - সভাপতিঃ মনসুরুল হাই সোহন, সাধারন সম্পাদকঃ রেজাউল করিম শিল্পী ১৫। বিপ্লবী ছাত্র সংঘ - আহবায়কঃ মুখলেছউদ্দিন শাহীন , যুগ্ন-আহবায়কঃ ১।

আব্দুর রহিম ২। সারোয়ার জাহান কিরন ১৬। ছাত্র ঐক্য ফরাম (মিশু) - সভাপতিঃ মোশরেফা মিশু , সাধারন সম্পাদকঃ বদরুল আলম ১৭। ছাত্র ঐক্য ফরাম (জায়েদ) - সভাপতিঃ এম এ আওয়াল , সাধারন সম্পাদকঃ জায়েদ ইকবাল খান ১৮। বিপ্লবী ছাত্রধারা - আহবায়কঃ আমিরুল হক আমিন ১৯।

বিপ্লবী ছাত্র মঞ্চ - আহবায়কঃ হারুন মাহমুদ ২০। বাংলাদেশ ছাত্রলীগ ( জাগপা ) - সভাপতিঃ লুতফর রহমান , সাধারন সম্পাদকঃ আসাদুর রহমান আসাদ ২১। জাতীয় ছাত্র ঐক্য - আহবায়কঃ এনামুল হক মোল্লা, যুগ্ন-আহবায়কঃ সুশান্ত মিশ্র ২২। বাংলাদেশ ছাত্রলীগ ( মিরাজ ) - আহবায়কঃ মোশারফ হোসেন বাদল ২৩। বাংলাদেশ ছাত্র কেন্দ্র - সভাপতিঃ রাজু আহমেদ , সাধারন সম্পাদকঃ শেখ নুরুল আমীন ২৪।

জাতীয় ছাত্র ফ্রন্ট - আহবায়কঃ লিটন এ ছারাও বেশ কয়েকটি ছাত্র সংগঠন সক্রিয় থাকলেও ৯০’র আন্দোলনে অংশ নেয় নি যার মধ্যে বিপ্লবী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র আন্দোলন অন্যতম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.