আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রেডরিক গুস্তাভ এমিল মার্টিন নাইমোলার এর বিখ্যাত কবিতা First They Came এর কিছু লাইন (অনুবাদ)

একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে...
প্রথমে ওরা এলো কমিউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি কেননা আমি কমিউনিস্ট ছিলাম না । তারপর তারা সোস্যালিস্টদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি কারণ আমি সোস্যালিস্ট ছিলাম না । তারপর তারা এলো ইহুদিদের ধরতে, আমি প্রতিবাদ করিনি কারণ আমি ইহুদি ছিলাম না । তারপর ওরা আমাকে ধরতে এলো তখন আর আমার হয়ে প্রতিবাদ করার কেউ ছিল না ।" তার কবিতার মতই আমরাও আস্তে আস্তে একা হয়ে যাচ্ছি...। আমদের এখনই কিছু করা দরকার...। দরকার জেগে উঠার.......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।