বেশ কিছুদিন আগে ওয়ালটন তাদের অফিসিয়াল ডেভল্পমেন্ট পেইজে Primo S1 এর একটি ছবি দিয়ে ছিলো. সেই থেকেই Primo লাভারদের জানান আগ্রহের কমতি ছিলোনা যে কেমন হতে পারে ওয়ালটনের এই S1 ডিভাইসটি.এবং সেই আগ্রহের অবসান ঘটিয়ে গত উনত্রিশ এ নভেম্বর রিলিজ করা হল ওয়ালটনের নতুন আরও একটি অধ্যায় Primo S1.যাতে রয়েছে ইন্টারনাল 16 গিগাবাইট মেমোরি ও এক্সটার্নাল হিসেবে সর্বোচ্চ 32 গিগাবাইট ব্যবহারের সুবিধা.টোটাল 48 গিগাবাইট ধারণ খমতা :-D ও দুই কালারের দুটি ব্যক পাট ফ্রি পাচ্ছেন এবং শুভেচ্ছা গিফট হিসেবে ক্রেতারা পাচ্ছে ছয় ই ডিসেম্বর পর্যত্ম 2% ডিসকাউন্ট এর সুবর্ণ সুযোগ (যার মেয়াদ আগামীকাল শুক্রবার পর্যত্ম আছে) Primo S1 এর মুল্য মাত্র ১৮৪৯০ টাকা !!!
প্রতি বাড়ই তাদের রিলিজ হওয়া নতুন মডেল গুলোতে থাকছে গ্রাহকদের জন্য নতুন কিছু চমক !!!
চলুন এবার এক দেখে নেয়া যাক কী আছে Walton Primo S1 এই ডিভাইসে।
এক নজরে Walton Primo S1 ।
Network: 2G & 3G(ডিরেক্ট ভিডিও কলিং) (UMTS-৯০০/২১০০MHz+GSM ৮৫০/
১৯০০MHz)(GPRS/EDGE/3G/HSDPA/HSPA+)
সিপিইউ: ১,২ গিগাহার্জ কোয়াড কোর(MTK)
প্রসেসর ARMv7 processor.VFPv4.NEON)
জিপিইউ: PowerVR SGX 544
ডিসপ্লে: ৫ ইঞ্চি HD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
রেজলুশন১২৮০x৭২০),৩২০ পিপিআই ৩২০ পিক্সেল ডেনসিটি
র্যাম: ১ গিগাবাইট (৯৭২শো ৫৪৫ এমবি ইউজার অ্যাভেইল্যাবল)
স্টোরেজ: ইন্টারনাল রম ১৬ জিবি(২জিবি সফটওয়্যার ইনস্টল এর জন্য অ্যাভেইল্যাবল+১১.৮৩জিবি ডাটা রাখার জন্য),
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা,ও ২,০ ফ্রন্ট ক্যামেরা
ব্যাটারী: ২২০০ mAh (লিথিয়াম আয়ন পলিমার )
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.২.২ (জেলীবিন)
Service: Wi-Fi 802.11 b/g/n, WLAN, Hotspot, MMS
Bluetooth: Bluetooth V4
Micro USB V2
কোয়ালিটি ও ডিজাইন
Walton Primo S1 ফোনটির বডি খুব স্লিম হওয়ায় বডি লুক দেখতে অসাধারণ লেগেছে,ব্যক পাট মেটালিক বডি ও ফ্রন্টসাইড প্লাস্টিকি এটি শুধু মাত্র কালো কালার হয় তবে এই মডেলটিতেও X1.X2.X2mini এর মত বডি লক সিস্টেম, ব্যাটারি বা ব্যাকপাট খোলার কোনো সিস্টেম নেই,তবে আলাদা মেমোরি কাড ও সিম কাড এর জন্য উপরের দিকে খোলার সিস্টেম রাখা হয়েছে.এবং এতে আপনি ডুয়েল (Micro) সিম ইউজের সুবিধা ভোগ করতে পারবেন,ডিসপ্লের উপরের দিকে রয়েছে টিউনার ইস্পিকার ও ইস্পিকার এর ডান পাশে রয়েছে ফ্রন্ট ক্যামেরা আর টিউনার ইস্পিকার এর উপরে রয়েছে প্রক্সিমিটি ও লাইট সেন্সর,উপরে বামে রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক ,মিডেলে রয়েছে চার্জিং পোট /ইউএসবি কেবল পোট । বামসাইটে রয়েছে ভলিউম রকার ও
ডানপাশে রয়েছে পাওয়ার /লক বাটন,পিছনে বামে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পাশেই LED ফ্লাস লাইট ও নিচের দিকে লাউডস্পিকার গ্রিল।
ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ ১৪৪,৫x৭২ মিলিমিটার, এবং পুরুত্ব ৮.৫ মিলিমিটার।
ওজন: ১৬৩,৩৪ গ্রাম (ব্যাটারি সহ) ।
IMG_20131130_104240_1IMG_20131130_104438_1IMG_20131130_104451_1IMG_20131130_104403_1
ডিসপ্লে ও টাচ রেসপন্স
Walton Primo S1 ফোনটিতে দেয়া হয়েছে ৩.২ মিমি ন্যরো ফ্রেম এর ৫ ইঞ্চি প্রশস্ত HD রেজলুশনের IPS +OGS ক্যাপাসিটিভ টাচের ডিসপ্লে। এবং প্রোটেক্টিং করনিং গরিলা গ্লাস টু ,এর ডিসপ্লে রেজুলেশন ও ব্রাইটনেস বেশ ভাল,আর আপনি এতে ভালো মানের ফুল এইচডি গেমস ও ভিডিও চালানোর স্বাদ তো এতে পাবেন। এছাড়া ক্যাপাসিটিভ টাচ ব্যবহারের ফলেএর টাচ রেসপন্স যথেষ্ট ভাল। এর সবরকম ইন্টারফেসে ঘুরে বেড়ানোর সময় টাচে কোন ল্যাগ অনুভুত হয়নি।
আর আকারে বড় হওয়ায় গেমিং এর জন্য গেমারদের জন্য
এটি একটি আদর্শ ডিভাইস.আমি এতে এই গেমস গুলো চালিয়ে দেখেছি:
NFS Most Wanted
Air Attack HD (50MB)
Asphalt 5 HD (350MB)
Need For Speed Shift (233MB)
Fifa 10 (431MB)
PES 11 (60MB)
Modern Combat Black Pegasus (450MB)
Modern Combat Sand Storm (420MB)
Dead Space (13MB
Real Football (120MB)
Brother In Arms 2 (420MB)
Hero Of Sparta (100MB)
Roboto HD (70MB)
Star Battalien (160MB)
Reakless Racing (300MB)
Temple Run 2 (36MB)
Street Cricket HD (44MB)
Fast Racing (27MB)
Into The Death (45MB)
Iron man3
AE-3D-Motor
Angry Bird (All)
Highway Rider
Temple Run(ALL)
Hungry Shark Evolution
Fruit Ninja
Fast Racing-2
Subway Surf
Cut The Rope HD
Riptide-GP
Turbo Fly 3D
Turbo Racing ।
Screenshot_2013-11-30-11-12-59
ইউজার ইন্টারফেস
Walton Primo S1 তে ইউজার ইন্টারফেস হিসেবে জেলীবিন এর Stock ইন্টারফেস কাস্টমাইজ করে ব্যাবহারিত হয়েছে,ফোন প্রথমবার অন করার পর হোমস্ক্রিনের উপরে পাবেন একটি স্টিকি সার্চ উইজেট আর ডিজিটাল ঘড়ি. ডিফল্ট লঞ্চারটিতে আপনি আনলিমিটেড হোমপেজ ব্যবহার করতে পারবেন। অ্যাপ ড্রয়ারে অ্যাপ্লিকেশনগুলো ৪x৫ গ্রিডে সজ্জিত.এবং সঙ্গে উইজেট এর মজা তো নিতে পারবেনই।
Screenshot_2013-01-19-01-30-09Screenshot_2013-11-30-10-59-17Screenshot_2013-11-30-10-59-34Screenshot_2013-11-30-11-12-05
ক্যামেরা
Walton Primo S1 এর মূল বা রিয়ার ক্যামেরা হিসেবে দেয়া রয়েছে CMOS,BSI সেন্সর Blue glass সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা দড়া আপনি Full HD (১৯২০x১০৮০)ভিডিও রেকর্ডিং(অন্দকারে LED ফোকাস সহ)এর সুবিধা পাচ্ছেন, এবং সঙ্গে এক্সটা সুবিধা হিসেবে এতে পাবেন (HDR mode, burst mode, touch-screen camera,smiling photographs, ক্যপচারিং এর সুবিধা. ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ২,০
যা দারা আপনি ডিরেক্ট ভিডিও কলিং (3G-3G)ও থার্ড পারটি ভিডিও কলিং(Skype/Fring/Yahoo) এর
সুবিধা পাচ্ছেন।
IMG_20131130_110332IMG_20131130_110424Screenshot_2013-11-30-11-01-25
অডিও-ভিডিও
সংগীত প্রেমি দের জন্য Walton Primo S1একটি ভালো মানের মিউজিক ডিভাইস,এর সাউন্ড কোয়ালিটি বেশ চমৎকার করা হয়েছে তবে ফোনটির সঙ্গে ফ্রি থাকা হেডফোন টি নরমাল কোয়ালিটির মনে হল,এবং Primo S1 এর আউট ইসপিকার এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ জোরালো,বিলটিন অডিও প্লেয়ারটি ও দেখতে বেশ চমৎকার এবং অডিও প্লেয়ার এর স্পেশাল ফিচার হিসেবে পাচ্ছেন-সাউন্ড ইকুলেজার এর ফ্যাসলেটি ,এবং বিলটিন ভিডিও প্লেয়ার এ সব ধরনের ফুল এইচডি ভিডিও প্লে এর সুবিধা এবং FM রেডিওর মজাও নিতে পারছেন ।
Screenshot_2013-11-30-11-06-00Screenshot_2013-11-30-11-06-46Screenshot_2013-11-30-11-07-56Screenshot_2013-11-30-11-31-18
বেঞ্চমার্ক ও নিনা মার্ক
একটি ডিভাইসের প্রকৃত ক্ষমতা যাচাই করতেই মূলত বেঞ্চমার্ক করা হয়ে থাকে, Walton Primo S1 এর সিপিউ ও জিপিইউ এর ক্ষমতা অনুযায়ী এটি বেশ ভালো মানের বেঞ্চমার্ক স্কোর করতে পেরেছে।
বেঞ্চমার্ক স্কোর:১৩৭১৪ (HTC One X এর নিচে এর অবস্থান)
নিনা মার্ক স্কোর::৪৬.৩fps (ASUS Eee Pad এর নিচে এর অবস্থান)
Screenshot_2013-11-30-11-23-48Screenshot_2013-11-30-11-24-03Screenshot_2013-11-30-11-18-40Screenshot_2013-11-30-11-27-33Screenshot_2013-11-30-11-27-52
ব্যাটারি ব্যাকআপ
Walton Primo S1 ফোনটিতে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ২২০০ mAh ক্যাপাসিটি যুক্ত শক্তিশালী লিথিয়াম
আয়ন পলিমার ব্যাটারি। যা দারা আপনি নরমাল ইউজে দুই দিন ও রাফ ইউজে একদিন নিসচিনতে ব্যাকাপ পাবেন বলে আশা করা যাচ্ছে. এবং এর ব্যাটারি নন রিমুভাবেল হলেও চিন্তার কোনো কারণ নেই .কারন এটি মেরামত যোগ্য এবং এতে ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন.
Screenshot_2013-11-30-11-18-45
কানেক্টিভিটি, সেন্সর ও অন্যান্য
Walton Primo S1 ফোনটিতে বাজারের অন্যান্য ফোন গুলোর মত কানেক্টিভিটির সব সুবিধা বিদ্যমান। এতে 2G,3G.ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ফোর ও রয়েছে ইউএসবি কানেক্টিভিটির জন্য রয়েছে মাইক্রোইউএসবি ২.০ পোর্টও। হেডফোন কানেক্ট করার জন্য এতে রয়েছে প্রচলিত ৩.৫ মি.মি হেডফোন জ্যাক।
এছাড়া অ্যান্ড্রয়েডের জরুরী কিছু সেন্সর
যেমন:Motion sensors, Accelerometer (3D),Orientation, Rotation Vector ,Light sensors:
Light (Brightness), Proximity, Magnetic Field (Compass),GPS module: GPS with A-GPS
network-assisted GPS navigation function সেন্সর এই ফোনটিতে বিদ্যমান।
Screenshot_2013-11-30-11-19-30Screenshot_2013-11-30-11-26-18Screenshot_2013-11-30-11-18-50Screenshot_2013-11-30-11-18-09
ওয়ারেন্টি ও সেবা
Walton Primo S1 এই মোবাইলে রয়েছে এক বছরের বিনামূল্যে সার্ভিস ও পার্স ওয়ারেন্টি, সুধু মাত্র আপনার নিজের তৈরি ফিজিক্যাল ড্যমেজ ছারা সব ধরনের সমস্যায় এক বছর পর্জন্ত আপনি ফ্রি সেবা পাবেন.,এবং সারা বাংলাদেশ জুরে রয়েছে ওয়ালটনের অসংখ্য সার্ভিস সেন্টার ।
1-year-warranty-14165444
সর্বশেষ
দেশের স্মার্টফোন বাজারে ১৫-২০ হাজার টাকার বাজেটের ক্রেতাদের উদেশ্য আমি বলবো এই বাজেটের ফোন গুলোর মধ্য Walton Primo S1 একটি আদর্শ ডিভাইস । তাই আপনারা নিসন্দেহে এই ডিভাইসটির মজা নিতে পারেন. আশাকরি ঠকবেন না ।
ধন্যবাদ (ইমু) ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।