জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এইচ এম এরশাদ অবসর বা বিদেশে যাবেন বলে পত্রপত্রিকায় যে খবর এসেছে, তা ভিত্তিহীন।
আজ শনিবার বেলা দুইটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বারিধারার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাজী ফিরোজ রশীদ।
জাপার এই প্রেসিডিয়াম সদস্য দাবি করেন, দলের চেয়ারম্যান একদম সুস্থ। তিনি আজ সকালে গলফ খেলে এসেছেন।
কাজী ফিরোজ রশীদ দাবি করেন, দলের মহাসচিব প্রধানমন্ত্রীর সাক্ষাত্ চেয়েছেন। সময় পেলেই তাঁর হাতে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে। জাতীয় পার্টি আগের অবস্থানেই আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।