আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানীরা আজো ঝোলে

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি বছর ঘুরে সেই দিনটি নতুন করে জাগে, ফেলানীরা আজো ঝোলে কাঁটাতারের আগে। ফ্ল্যাগ মিটিংয়ে একটা করে উঠতে থাকে ঝড়, ঝড়ের আগে রক্তমেঘে ছিন্ন ভাইয়ের ধর। মিছেই বকে মন্ত্রীমশাই বাড়ছে গুলি সীমান্তে, সেই গুলিতে মরছে বোন রাত্রি এবং দিনান্তে। বাংলাদেশের ভাইবোনেরা মানুষ না ওই কাকপক্ষী? ফুঁসে ওঠো বীরবাঙালী বিবেক জাগাও দেশরক্ষী। (আজ ৭ জানুয়ারি ফেলানীর নির্মম হত্যার দিন)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।