আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় দিনে যত বৈঠক তারানকোর

ঢাকা সফরের তৃতীয় দিনে আজ রোববার সকাল সাড়ে সাড়ে নয়টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে তাঁর বারিধারার বাসায় বৈঠক করবেন জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করবেন। বেলা একটায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘের এই সহকারী মহাসচিব। বেলা সাড়ে তিনটায় নাগরিক সমাজের এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তারানকো। বিকেল সাড়ে পাঁচটায় জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি দলের সঙ্গে  বৈঠক করবেন তিনি।   

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।