আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধ ভাঙতে হবে খালেদা জিয়াকে!


জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকের জন্য অবরোধ ভাঙতে হতে পারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি নেত্রীকে বৈঠকে বসার জন্য গুলশানের বাসা থেকে কার্যালয়ে গাড়ি নিয়ে আসতে হলে ১৮ দলের অবরোধ ভাঙতে হবে। কারণ, নিয়ম অনুযায়ী হরতাল-অবরোধে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকে। এরআগে গত মার্চে জামায়াতে ইসলামীর হরতালের নিয়ম ভাঙতে হবে বলে বাংলাদেশে সফররত প্রণব মুখার্জির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছিলেন খালেদা জিয়া।

ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। এরআগেও একই দাবিতে গত ২৬ নভেম্বর থেকে দুই দফা মোট নয় দিন অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী জোট। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে নিরসনের চেষ্টা করবেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। এর অংশ হিসেবে দুপুরে গণভবনে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পরে সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

এছাড়া দুই নেত্রীর সঙ্গে বৈঠকের আগে তারানকো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। রবি ও সোমবার তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে মত বিনিময় করবেন তারানকো। এরআগে গত মার্চে জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেননি খালেদা জিয়া। প্রণবের সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। এজন্য গুলশানের বাসা থেকে গাড়িতে করে সেখানে যেতে হত তাকে।

গাড়িতে চড়লে হরতালের নিয়ম ভাঙতে হবে বলে সেবার বৈঠকই বাতিল করেছিলেন বিরোধীদলীয় নেতা। যা নিয়ে দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে ভারতের সরকার মহলেও নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।