অনুমতি ছাড়াই প্রায় এক কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ব্যবহার করেছে এক ডেভলপার প্রতিষ্ঠান বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।
গোল্ডেনসোর্স টেকনোলজিস তাদের ব্রাইটেস্ট ফ্ল্যাশলাইট অ্যাপের মাধ্যমে লক্ষাধিক ব্যবহারকারীর আইডি এবং লোকেশন ডেটা সংগ্রহ করে তা অ্যাড নেটওয়ার্কের সঙ্গে শেয়ার করেছে বলে এক প্রতিবেদনে এফটিসির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
কিন্ত এ ডেটা শেয়ার বিষয়ে তারা ব্যবহারকারীদের কিছুই জানায়নি। অভিযোগ মীমাংসার জন্য প্রতিষ্ঠানটি ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত ডেটার উপর আরও নিয়ন্ত্রণ দিতে একটি মীমাংসা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের ডেটা ঠিক কী কাজে ব্যবহৃত হচ্ছে।
মীমাংসা চুক্তি অনুযায়ী, আগে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের যে ডেটা সংগ্রহ করা হয়েছিল সেগুলো মুছে ফেলতে হবে প্রতিষ্ঠানটির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।