আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড অ্যাপস কথনঃ টাইনি ফ্ল্যাশলাইট + এলইডি

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   টাইনি ফ্ল্যাশলাইট + এলইডি অ্যাপসটি গুগল স্টোরে পাবেন গেমস ক্যাটাগরির ব্রেইন এবং পাজল অংশে। গেমটি ডেভলপ করেছে এন্ড্রয়েড অ্যাপস ডেভলপার নিকলাই এনানিয়েভ।

অ্যাপসটির রেটিং প্রায় ১৬লক্ষ ব্যবহারকারীর ভোটে ৪.৬ এবং এটি প্রায় ৫০কোটিবার ডাউনলোড করা হয়েছে। একদমই কম সাইজের এই অ্যাপসটি দিয়ে আপনার স্মার্টফোনকে টর্চলাইটের মতন ব্যবহার করতে পারবেন। ফোনে এলইডি লাইট না থাকলেও এটি আপনার মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস ব্যবহার করে ছোটখাটো একটি আলোর উৎস বানিয়ে দিতে সক্ষম। স্ক্রিনলাইট ছাড়াও এতে আছে বিভিন্ন মুড। যেমন অ্যাপসটি দিয়ে সিগন্যাল লাইট বা পুলিশ লাইটের আবহ তৈরি করতে পারবেন।

এছাড়া আপনার সেটের উপর নির্ভর করে টেক্সট থেকে মোর্সকোড ফিচারটিও পেতে পারেন। এগুলো ছাড়াও এতে আছে দৃষ্টিনন্দন রঙপরিবর্তনশীল লাইট বাল্ব ফিচার, যা দেখতে সুন্দর হবার পাশাপাশি কাজেও লাগতে পারে কখনও। এই অ্যাপসটির তেমন কোনও নেগেটিভ দিক নেই। তবে অ্যাপসটি প্রচুর ব্যাটারির চার্জ নেয়, ফলে আপনার ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। অ্যাপসটি আপনার এন্ড্রয়েড ফোন ছাড়াও এন্ড্রয়েড ট্যাবেও কাজ করবে সুন্দরভাবে।

অ্যাপসটির সর্বশেষ ভার্শন আপনার এন্ড্রয়েড এর জন্য একদম বিনামুল্যে নামাতে পারবেন এই লিঙ্ক থেকে। অ্যাপসটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.