রোববার সকাল সাড়ে ৯টার পর বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্টস পার্কে পৌঁছান জাতিসংঘের দূত। এর পরপরই সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে তার বৈঠক শুরু হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারও এ বৈঠকে উপস্থিত রয়েছেন বলে দলের নেতারা জানিয়েছেন।
পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শুক্রবার রাতে ঢাকা পৌঁছানোর পর শনিবার দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ফার্নান্দেজ-তারানকো।
শনিবার বিকালে গণভবনে সভাশেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের জানান, নির্বাচনের ঘোষিত তারিখ পেছানো যায় কি না- শেখ হাসিনার কাছে তা জানতে চেয়েছেন জাতিসংঘের দূত।
তবে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করে আসছে, সেই ব্যবস্থা নিয়ে আলোচনায় ফার্নান্দেজ-তারানকো আগ্রহ দেখাননি বলে জানান রিজভী।
প্রধানমন্ত্রীর পর রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল।
ওই বৈঠকের পর বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বলেন, আলোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। দুই-একদিনের মধ্যে আবার আলোচনা হবে। এরপর এ বিষয়ে জানানো হবে।
শনিবার আওয়ামী লীগ, বিভিন্ন দেশের কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন অস্কার ফার্নান্দেজ-তারানকো।
রোববার এরশাদের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতে ইসলামী ও সুশলীয় সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বসার কথা রয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট করবে তারা। তবে বিরোধী দল বিএনপি এই নির্বাচন প্রতিহাতের ঘোষণা দিয়ে টানা আন্দোলন চালিয়ে আসছে। রাজনৈতিক সহিংসতায় গত তিন সপ্তাহে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।
জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও ৩ ডিসেম্বর আকস্মিক ঘোষণায় ভোটে না যাওয়ার কথা জানান এরশাদ। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগেরও নির্দেশ দেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।