কলকাতায় নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি 'দ্য বাস্টার্ড চাইল্ড'। এই ছবির কাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের সৈন্যদের নারী ধর্ষণ ও তার প্রতিবাদকে ঘিরে। মৃত্যুঞ্জয় দেবব্রতের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন রাইমা সেন ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
রাইমা সেন বলেন, প্রায় ২১ দিন ধরে টানা শ্যুটিং চলে। বেশিরভাগ কাজ হয়েছে রাতে। আমার কাছে এই ছবিটা বেশ চ্যালেঞ্জিং।
ছবিতে আরও অভিনয় করেছেন ফারুখ শেখ, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও পবন মালহোত্রা। 'দ্য বাস্টার্ড চাইল্ড' আগামী জানুয়ারি মাসে মুক্তি পেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।