আমাদের কথা খুঁজে নিন

   

শাহরুখকে হাইকোর্টের নোটিশ

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সারোগেসির মাধ্যমে নেওয়া সন্তানের লিঙ্গ জন্মের আগেই জেনেছিলেন শাহরুখ এই অভিযোগ এনে এর আগে ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছিলেন এই সমাজকর্মী। কিন্তু তার এই অভিযোগ প্রত্যাখ্যাত হওয়ায় এবার তিনি হাইকোর্টে মামলা করেছেন।
ভারশা দেশপান্ডে নামের এই সমাজকর্মী শাহরুখ এবং তার স্ত্রী ছাড়াও জাসলোক হসপিটালের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছিলেন। এখানে উল্লেখ্য, ভারতের আইন অনুযায়ী অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনগত অপরাধ।



শাহরুখের তৃতীয় সন্তান আব্রামের জন্ম সংক্রান্ত সকল কাগজপত্র সংগ্রহ করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য মুম্বাইয়ের পৌরসভা ‘ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন’-এর নিকট আবেদন জানিয়েছিলেন ভারশা।
কিন্তু ভারশার অভিযোগ অনুযায়ী তদন্ত করার পর শাহরুখ এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ পায়নি প্রতিষ্ঠানটি।
আর তাই এবার শাহরুখ, তার স্ত্রী এবং মুম্বাই পৌরসভার বিরুদ্ধে একসঙ্গে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ভারশা দেশপান্ডে। 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.