আমাদের কথা খুঁজে নিন

   

আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা। এ লক্ষ্যে এরই মধ্যে তিনি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। প্রধানমন্ত্রী গতকাল সকালে এক টেলিভিশন ভাষণে বলেন, শীঘ্রই তিনি সাধারণ নির্বাচনের আয়োজন করবেন। ইংলাকের পুয়ে থাই পার্টির প্রধান জারুপং রুয়াঙ্গসুয়ান বলেন, তিনি (ইংলাক) নিশ্চিতভাবেই নির্বাচনে অংশ নেবেন।

আমরা আত্দবিশ্বাসী। আর এ কারণেই পার্লামেন্ট ভেঙে দিয়েছি। আমরা চাই ডেমোক্র্যাটিক পার্টি রাস্তার খেলা বাদ দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবে। সরকার উৎখাতের লক্ষ্যে দেশটিতে মাসখানেকেরও বেশি সময় ধরে চলছে আন্দোলন। রাস্তায় নেমে বিক্ষোভ করছে লাখ লাখ লোক।

তাদের দাবি, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত করে অনির্বাচিত 'পিপলস কাউন্সিল'-এর কাছে শাসনভার ছেড়ে দেওয়া হোক। এদিকে রবিবার বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্ট থেকে পদত্যাগ করায় দেশটিতে সংকট আরও গভীর হয়। বিক্ষোভকারীরা আরও বড়ো ধরনের সমাবেশের আয়োজন করায় সহিংসতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে টেলিভিশন ভাষণে ইংলাক আরও বলেন, সরকার আর কোনো প্রাণহানি চায় না। এদিকে বিশ্লেষকরা বলেছেন, নির্বাচন আয়োজনের এ উদ্যোগ সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার জন্য বিক্ষোভকারীদের ওপর চাপ তৈরি করবে। কিন্তু সরকারবিরোধী আন্দোলনকারী নেতারা বলেন, তারা ইংলাকের এ উদ্যোগে সন্তুষ্ট হতে পারছেন না।

বরং তারা থাকসিনের প্রভাব থেকে থাইল্যান্ডকে বাঁচাতে অঙ্গীকারবদ্ধ। প্রসঙ্গত, সাত বছর আগে এক অভ্যুত্থানে থাকসিন শিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তিনি বিদেশে রয়েছেন। বিরোধী নেতারা বলছেন, তারা আন্দোলন অব্যাহত রাখবেন। কারণ তারা থাকসিনের শাসনামলকে উৎপাটন করতে চান।

তারা মনে করছেন, দেশের শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় থাকসিনের প্রভাব রয়েছে। উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে থাকসিনপন্থি দল প্রায় প্রতিটি নির্বাচনে জয় পাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন নির্বাচনেও ইংলাকের দলই বিজয়ী হবে। বিবিসি, আলজাজিরা।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।