ছুঁড়ি ছুরি মারে ভুড়িতে
[ শাফিক আফতাব ]
ছুঁড়ি ছুরি মারে ভুড়িতে
চোর চুরি করে চুরি
যুবক নপুংশক হয় কুড়িতে
এমন উদাহরণ মোটা ভুড়িতে ভুরিভুরি।
তাকে আমি চিনি
চায়ের মধ্যে তিনি কম খান চিনি
আদাজল খেয়ে তিনি নাম আধাজলে
ছলছল ভালোবাসেন ছলনার ছলে
দেশে তাই এখন দ্বেষে ভরে গেছে
বিশে এখন বিষ খায় তারা__
ভালো বলবেন কাকে ?
যক্ষের ধন খায় সাধের কাকে।
এসব কিন্তু সোনাবাবুর শোনা কথা
ষাড় কিনে স্যার ছাড় দেন শোনো
ভালোবাসা পেতে ভালো বাসা দরকার জেনো
খানকিতে ভরে গেছে শহরের ফুটপাত
খান কী ভাই ? দামেই অশ্রুপাত !
জল পাই কোথায় ভাই বর্ষার কালে ?
জলপাই খাবেন কিন্তু মসুরের ডালে।
বলে যদি বল দাও হবেই তো গোল
আমাদের ছোট্ট পৃথিবীটাও অবিকল গোল
আবোলতাবোল বলে কী লিখিলাম
ভাষার ভাসা কথা, গুঢ় কথা একটু বুঝাইলাম।
০৯.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।