আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের বক্তব্যের প্রতিবাদ কাজী জাফরের

গাড়ি, টাকা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ পেলে কাজী জাফর নির্বাচনে যাবেন বলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ যে উক্তি করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন স্বয়ং কাজী জাফর আহমদ। সম্প্রতি এরশাদ জাতীয় পার্টি থেকে তাকে বহিষ্কার করেন। এ ঘটনার পর পরই কাজী জাফর আহমদ এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন এবং নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন। গতকাল সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে এরশাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাজী জাফর বলেন, শর্তসাপেক্ষে আমি সংসদ নির্বাচনে যেতে চেয়েছি এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে উপদেষ্টা পদ, ১ কোটি টাকা এবং একটি গাড়ি চেয়েছি- এ কথা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তার (এরশাদ) এ বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য আমি চ্যালেঞ্জ করছি। কাজী জাফর বলেন, তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার ওপর আস্থা রেখেছেন। আর এরশাদ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। তিনি এরশাদকে তার বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করে বিবৃতিতে বলেন, নইলে আইনের আশ্রয় নেবেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।