রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মিটফোর্ড হাসপাতালের সার্জারি ইউনিটের টেকনিশিয়ানদের হাতে এক ইন্টার্নি চিকিৎসকের লাঞ্ছিত হওয়ার অভিযোগে হাসপাতালে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টার দিকে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী ও মিটফোর্ডের ইন্টার্নি চিকিৎসক ডা. আশফাক সার্জারি ইউনিটের এক টেকনিশিয়ানকে মেহেদী নামে এক রোগীর জন্ডিস রোগের জন্য রক্ত পরীক্ষা করতে দেয়। তড়িঘড়ি করে ওই টেকনিশিয়ান কোহিনুর নামে এক রোগীর রক্ত পরীক্ষা করে নিয়ে আসে। এ রিপোর্টে এইচআইভি নেগেটিভ ধরা পড়ে।
এ নিয়ে আশফাকের সঙ্গে টেকনিশিয়ানদের কথা কাটাকাটি হয়। এ সময় আশফাক হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ দিতে চাইলে টেকনিশিয়ানরা তার জামার কলার ধরে নাজেহাল করে। পরে আশফাক কলেজের ছাত্রলীগের নেতাদের বিষয়টি জানালে ২০/২৫ জন নেতাকর্মী সেখানে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তারা আশফাকের ওপর হামলা চালায় টেকনিশিয়ানরা।
এ খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা এসে হাসপাতাল ভবনের দরজা-জানালার কাঁচ ও রোগীদের অভ্যর্থনা কক্ষের চেয়ার ভাঙচুর করে।
দোষী টেকনিশিয়ানদের বিচার না হলে কলেজের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এদিকে, এ ঘটনার পর থেকেই টেকনিশিয়ানরা সবাই পলাতক রয়েছে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।