আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তিনির্ভর জাদুর কাঠি

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, জাদুর কাঠির মতো দেখতে অভিনব এ টিভি রিমোটটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান কিমেরা।
এ রিমোটটিতে পছন্দমত ১৩টি ভিন্ন অঙ্গভঙ্গি বা জেশ্চার সেট করে রাখতে পারবেন ব্যবহারকারি। জাদুর কাঠি সদৃশ রিমোটটি এক পাশ থেকে অন্যপাশে নাড়ালেই বদলে যাবে চ্যানেল। আর টিভির ভলিউম নিয়ন্ত্রণের জন্য উপর-নিচ ভঙ্গিমায় নাড়তে হবে রিমোটটি। প্রায় সব রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত যন্ত্রই নিয়ন্ত্রণ করা যাবে এটি দিয়ে-- বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।
নির্মাতা প্রতিষ্ঠান কিমেরা মজার এ রিমোটটির নাম দিয়েছে ‘ম্যাজিক ওয়ান্ড টিভি রিমোট’। আর ‘ম্যাজিক্যাল ওয়ান্ড টিভি রিমোট’-এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ ডলার ৯৯ সেন্ট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।