জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতিসংঘের সফররত বিশেষ দূত অস্কার ফারনান্দেজ তারানকো মারফত জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে চিঠি পাঠিয়েছেন। ওই বিশেষ চিঠি তারানকো বরাবর পেঁৗছে দিয়েছেন এরশাদের বিশেষ সহকারী ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে তারানকোর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। এ সময় তারানকো অন্য একটি বৈঠকে ব্যস্ত ছিলেন। ববি জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তার কাছে চিঠিটি দিয়ে যান।
চিঠিতে কী লেখা আছে, সে সম্পর্কে ববি বিস্তারিত কিছু জানাননি। তবে দেশের সাম্প্রতিক সংকট নিরসনে সুনির্দিষ্ট কিছু সুপারিশ এতে রয়েছে। এ চিঠিতে বলা হয়েছে, সব দলের অংশ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এ ছাড়া সংবিধানের মধ্যে থেকে কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, সে সম্পর্কেও বলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নেওয়ায় এরশাদ জাতিসংঘকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার এইচ এম এরশাদের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত তারানকো বৈঠক করেন।
সংকট নিরসনে জাপা প্রস্তুত : রুহুল আমিন হাওলাদার : জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে সাহায্য করতে প্রস্তুত তার দল। গতকাল সন্ধ্যায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রুহুল আমিন বলেন, দুই দল যে কোনো সহযোগিতা চাইলে জাতীয় পার্টি তা করতে প্রস্তুত। তারানকোর সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির মহাসচিবদের বৈঠক প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, আশা করি এ বৈঠক সফল হবে।
সংকটের সমাধান হবে। তারানকোর সঙ্গে বৈঠকে এরশাদ নির্বাচন বিষয়ে তারানকোকে দুটি প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে রুহুল আমিন বলেন, তিনি (এরশাদ) নির্বাচনের বিষয়ে একটি শিডিউল ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নির্ধারিত সময় ঠিক করার পরামর্শ দিয়েছেন। জাতীয় পার্টিসহ অনেক দলের প্রার্থী সময়স্বল্পতার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাই নির্বাচনের সময় পেছানোর জন্যও দাবি জানান। তিনি বলেন, সংকট উত্তরণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে শান্তির পথ। তিনি বলেন, সারা দেশের মানুষ নয়, বরং সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। সবার আশঙ্কা শেষ পর্যন্ত কী হয়। আমরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কারও কাম্য নয়।
এ সময় জাপা মহাসচিবের সঙ্গে ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন রাজু, আরিফ খান, ইসহাক ভূইয়া প্রমুখ।
একতরফা নির্বাচনে যাবে না জাপা : এদিকে গতকাল বিকালে রাজধানীর গোড়ানে খিলগাঁও থানা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেন, জাতীয় পার্টি একতরফা নির্বাচনে অংশ নেবে না। সহিংসময় রাজনীতি, অশান্তিময় পরিবেশ এবং অনিশ্চিত নির্বাচনের জন্য বিরোধী দলের সঙ্গে সরকারও দায়ী। একদলীয় নির্বাচন জাতির জন্য শুভ বার্তা বয়ে আনে না। বিরাজমান অস্থির রাজনীতির সুষ্ঠু সমাধানে একমাত্র ভরসা এরশাদ।
থানা সভাপতি আবুল বাসার বাসুর সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।