আমাদের কথা খুঁজে নিন

   

টিভি মিডিয়ায় চাকুরী - ৫ (প্রেজেন্টেশন)

সুখীমানুষ

টিভি মিডিয়াতে চাকরী - ৪ (পদঃ ভিডিও এডিটর) "প্রেজেন্টেশন" নামের যে কোন চাকরী থাকতে পারে তা হয়ত অনেকের কাছেই অজানা। ব্যাপারটা আসলেও খুব মজার। কাজঃ কবে কোন অনুষ্ঠান, কমার্শিয়াল যাবে তার শিডিওলিং করা। কোন সময় কোন অনুষ্ঠানে কোন কমার্শিয়াল যাবে এইসব ঠিক করা। কবে কখন কোন প্রমোশনাল যাবে তা নির্ধারণ করা।

মূল কথা হলো, টিভি স্ক্রিনে কখন কি দেখানো হবে তার একজাক্ট টাইমিং করাই হচ্ছে প্রেজেন্টেশন সেকশনের কাজ। একটা ষ্টেশনে মোটামোটি ২/৩ জন প্রেজেন্টেশন এর লোক প্রয়োজন হয়। যোগ্যতাঃ একাডেমিকেলি তেমন নির্দিষ্ট কোন ডিগ্রী লাগবে না। কিন্তু শিডিওলিং এর যে সফ্টওয়্যারটি তারা ব্যাবহার করবে (ষ্টেশন টু ষ্টেশন ভেরী করে, তবে সফটওয়্যারগুলো অনেকটা মাইক্রোসফ্ট একসেলের মত হয়। অতএব একসেলে কাজ জানা থাকলেই হবে) ঐ সফ্টওয়্যারটি নির্ভুলভাবে দক্ষতার সাথে চালাতে জানতে হবে।

মনে রাখবেন আপনার একটা সামান্য ভুল মানে কিন্তু অন-এয়ার এ ভুল যাওয়া! আপনি যদি শিডিওলে ১ সেকেন্ড পরে নিউজ দেন তাহলে ১ সেকেন্ড পরেই নিউজ শুরু হবে!! অর্থাৎ অনেক বড় দায়িত্ব। স্মৃতি শক্তি ভালো থাকাটা আবশ্যক, কারন কবে কোন ধারাবাহিক, কবে কার কমার্শিয়াল তা ঠুটস্থ থাকতে হবে। বেতনঃ মজার ব্যাপার হচ্ছে, এই পোষ্টে অভিজ্ঞ লোক খুঁজে পাওয়াটা খুব কঠিন। কারন মিডিয়া ছাড়া আর কোথাওতো এই পোষ্টের কাজ নেই, তাই যারা কাজ শিখেন তারা মিডিয়াতে এসেই শিখতে হবে। তাই যারা প্রথমে এসে কাজটা শিখে গেছেন তারা মোটামুটি ২৫/৩০ হাজার টাকা ষ্টারটিংএ ই পেয়ে থাকেন।

আর অভিজ্ঞরা পেয়ে থাকেন ৪০ এর ও বেশী। ব্যাক্তিগতভাবে আমার মনে হয় টেকনিক্যাল জবের মধ্যে অনেক কম পরিশ্রমে স্মার্ট একটা সেলারী এই পোষ্টে দেওয়া হয়। কাজের মধ্যে জাষ্ট একসেলের মত একটা স্প্রেডশিড টাইপের সফ্টওয়্যারে কাজ জানলেই হবে। কি শুরু করে দিবেন নাকি ? তাহলে কোন না কোন মিডিয়াতে কাজ করে এমন কোন বড় ভাই এর কাজ থেকে আগে শিখে নিতে হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.