হাবিরের গান নিয়ে ভক্তদের মধ্যে সব সময় কাজ করে একটি বিশেষ ধরনের আসক্তি। তবে বেশ কিছু সময় ধরে বাজারে নেই তার তেমন কোনো কাজ। কিন্তু সুখের বিষয় হচ্ছে, বিজয় দিবসকে সামনে রেখে রবির পৃষ্ঠপোষকতায় নতুন একটি দেশের গান তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। গানটি তৈরি করেছেন হাবিব ওয়াহিদ। গানটিতে হাবিবের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন দেশের কয়েকজন খ্যাতনামা ও কয়েকজন তরুণ শিল্পী।
তাদের মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমীন, এলআরবির আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। আরও আছেন কণা, নির্ঝর, এলিটা, গৌরব, এমিল প্রমুখ। সম্প্রতি হাবিবের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, ১০ ডিসেম্বর থেকে তৈরি হবে গানটির মিউজিক ভিডিওর কাজ। ভিডিওটি নির্মাণ করছেন অমিতাভ রেজা।
১৬ ডিসেম্বর থেকে বিভিন্ন চ্যানেলে প্রচার করা হবে গানটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।