আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী রাষ্ট্রের রূপরেখাঃ প্রফেসর মোহাম্মদ হাবিবের দৃষ্টিতে

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

প্রফেসর মুহাম্মদ হাবিব, ডেপুটি চেয়ারম্যান, মুসলিম ব্রাদারহুড, মিশর। মুসলিম ব্রাদারহুড মিশরের একটি ইসলামভিত্তিক রাজনৈতিক দল। ইখওয়ান ওয়েবসাইটে তাঁর একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, সাক্ষাৎকারটি নিয়েছেন মাইসারা মাসরেই। এখানে তিনি একটি রাষ্ট্রে ইসলামী শাসনব্যবস্থা সম্পর্কে নিজের ও তাঁর দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই একটি দেশে সরকার গঠন করা উচিত, যেখানে জনগণ ইচ্ছার ও চাহিদার পূর্ণ প্রতিফলন ঘটবে।

জনগণই ঠিক করবে তারা কি চায়? তিনি বিশেষভাবে বলেছেন, ধর্মীয় রাষ্ট্র() নয়, সিভিল রাষ্ট্রই গঠন করাই তাঁর এবং তাঁর দলের মূল লক্ষ্য। তবে আইন তৈরী হবে ইসলামের আলোকে, নবীজি (সাঃ) যা বলে গেছেন এবং করে গেছেন সে অনুযায়ী। .........By a state the MB indicates that it endorses an unquestioned civil state not a religious state which has three authorities, the legislative, executive and judicial authorities, bearing in mind that the law issued by the People’s Assembly stems from the principles of Islamic law as stipulated in the Egyptian Constitution in Article II. তিনি আইন, প্রশাসন এবং বিচার বিভাগ -- এই তিন ধরণের রাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলেছেন। কোন ফতোয়ার মাধ্যমে নয়, আইনসভাতেই আইন তৈরী হবে ইসলামী আইন অনুযায়ী। এবং এ ব্যবস্থা অবশ্যই ইরানের ধর্মীয় অভ্যুত্থানের চেয়ে ভিন্ন কিছু।

ধর্মের নামে কোন রকমের বিশৃংখলা, সন্ত্রাসবাদকে তিনি সমর্থন করেন না। তিনি প্রশাসনের প্রতিটি স্তরেই নির্বাচনের পক্ষে। মুক্ত ও স্বধীন চিন্তা, ভিন্নমত, আলোচনা-সমালোচনা, বক্তব্য তথা একটি সুস্থ, সুন্দর গণতন্ত্রের প্রতি তিনি আহবান করেছেন, এবং তাঁর দল ক্ষমতায় গেলেও এ চর্চা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। আরো বলেছেন মুসলিম কমিউনিটি চিন্তা-চেতনার স্বাধীনতা ছাড়া চলতেই পারে না। তরুণদের প্রতি তাঁর বিশেষ আহবান জানিয়েছেন সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে, এবং সমাজের প্রতিটি স্তরে যেমন শিক্ষাব্যবস্থা, বিজ্ঞান-গবেষণা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড--- প্রতিটি ক্ষেত্রে পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

আর এসব কিছু রাজনৈতিক পুনর্গঠনের মাধ্যমেই করা সম্ভব। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচীকে তিনি সমর্থন করেন, তবে কোন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রগুলোর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই এর জন্য প্রস্তুত থাকবার প্রয়োজন আছে। সম্পূর্ণ সাক্ষাৎকারটিঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.