এটি আামার প্রথম পোস্ট এবং এই পোস্টটি শুধুমাত্র যারা পিএইচপি ল্যাংগুয়েজ জানেন বা বর্তমানে শিখছেন বা ভবিষ্যত এ শিখার ইচ্ছা আছে তাদের জন্য তাই অন্যরা না বুঝলেও সমস্য নেই। এই পোস্ট এ আমি দুটি পিএইচপি ফাংশন সম্পর্কে আলোচনা করব। দুটি ফাংশনই খুবই গুরত্বপূর্ন ফাংশন এবং দুটিই পিএইচপি এর বিল্ড ইন ফাংশণ ।
১. কিভাবে পিএইচপি দিয়ে মেইল পাঠানো যায়।
২. বিমোট সাভার্রের ফাইল কিভাবে লোকাল সার্ভারে কপি করা যায়।
পিএইচপি দিয়ে মেইল পাঠানো : প্রথমে দেখব পিএইচপি দিয়ে কিভাবে মেইল পাঠানো যায়। মেইল পাঠানোর জন্য আপনাকে mail() ফাংশন ব্যাবহার করতে হবে এই ফাংশন এর প্যারামিটার হিসাবে তিনটি জিনিষ বাধ্যতামূলক এবং একটি অপশনাল।
বাধ্যতামূলক বিষয় তিনটি হচ্ছে
<?php
$recipient = "polobd2021@gmail.com"; //recipient
$mail_body = " For download movie and song Visit: http://www.polobd.com ";
$subject = " Song Download Offer ";
$header=” Form: Admin Email:admin@polobd.com”;
mail($recipient, $subject, $mail_body, $header); //mail command
echo “Sucessfully Email Send”;
?>
এবার উপরের মত করে কোড টি লিখে email.php নামে সেভ করুন এবং আপনার সাইট এ আপলোড করে এক্সকিউট করুন দেখবেন আপনার দেয়া নির্দেশ মত ইমেইল সেন্ড হয়ে গেছে।
রিমোট সাভার্রের ফাইল কিভাবে লোকাল সার্ভারে কপি করা : এই ফাংশন এর মাধ্যমে অনেক বড় ফাইল আপনার লোকাল সাভার্রে চল আসবে। এবং সর্বেবাচ্চ ২.৫ মিনিট সময় লাগবে ২.৫ জিবি ফাইল কপি হয়ে আসতে।
<?php
$remoteFile="http://songs7.funmaza.in/videos/goriterepyaarmein/Tooh%20720p%20-%20Gori%20Tere%20Pyaar%20Mein%20%5BFunmaza.com%5D.wmv";
$localFile="Tooh -Gori Tere Payaar Mein.wmv";
copy($remoteFile,$localFile);
?>
উপরের মত করে কোড টি লিখে copy.php নামে সেভ করুন এবং আপনার সাইট এ আপলোড করে এক্সকিউট করুন দেখবেন আপনার দেয়া নির্দেশ মত ফাইল টি কপি হয়ে এসছে।
আগামী পোস্ট এ দেখাব কিভাবে পিএইচপি দিয়ে মোবাইলে মেসেজ পাঠানো যায়। কোন ব্লগ পোস্ট কে পিডিএফ তৈরী করা যায়। লেখাটি পরে ভালো লাগলে আমার সাইট টি একবার ঘুরে আসতে পারেন: http://polobd.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।