আমাদের কথা খুঁজে নিন

   

গেমিং ও পিএইচপি কর্মশালা

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! কম্পি্উটার গেমিং এখন এক বিরাট রাজ্য। না আমি খেলার কথা বলছি না, খেলা বানানোর কথা বলছি। আমাদের দেশের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত। অনেকে যুক্ত হতে চান।

আমাদের দেশে একটি পুরোনো প্রবাদ হলো যারা জানে তারা অন্যদেরকে জানাতে চায় না। কিন্তু নতুন প্রজন্মের বেলায় কথাটি মোটেই সত্য নয়। আমার সঙ্গে যারা কাজ করে, আমি যাদেরকে চিনি তারা প্রায় সবাই স্বেচ্ছাশ্রমে ব্যপক কাজ করে থাকে। কাজে তারা তাদের জ্ঞান, টিপস এবং অন্যান্য বিষয় নিয়মিত শেয়ার করে থাকে। যে কোন বিষয়ে ভাল করার জন্য, টিকে থাকার জন্য কিছু শেখা, কিছু কাজ করা এবং নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখার দরকার।

এ কাজগুলো করার সময় যদি ভাল গাইডেন্স পাওয়া যায় তাহলে অনে ভাল হয়। বিশেষ করে কী শিখবো, কীভাবে শিখবো, কোথা থেকে শুরু করবো - এসব নানান প্রশ্নের একটি ভাল জবাব পেলে সবার সুবিধা হয়। এসব চিন্তা থেকে সিটিডির জাবেদ মোর্শেদের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে ২১ তারিখ শনিবার। সেখানে গেম ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন স্বনাম ধন্য গেম ডেভেলপার ও Ratrod Studio Inc. এর সিটিও আল-মামুন সোহাগ । কর্মশালার বিস্তারিত এই ইভেন্ট পেজে পাওয়া যাবে Click This Link এবং পিএচপি পিএইচপিরও এখন জমজমাট অবস্থা।

একটি বিষয় মনে রাখা দরকার যে, ইচ্ছে কররে, যাদের যুক্তির বোধ ভাল তারা ইন্টারনেট থেকে নানান বইপত্র নামিয়ে, টিউটোরিয়াল দেখে পিএইচপি কেন প্রায় সব ধরণের প্রোগ্রামিং ভাণা শিখে ফেলতে পারে। আবার অনেকের ক্ষেত্রে গাইডেন্স থাকলে ভাল হয়। সেরকম যাদের অবস্থা, বিশেষ করে যারা পিএচপিতে একেবারে নতুন তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০১১ এর বর্ষসেরা ফ্রিল্যান্সার এনায়েত হোসেন রাজীব এটি পরিচালনা করবেন। রাজীব এর আগে ঢাকা ও চট্টগ্রামে দুটো কর্মশালা পরিচালনা করেছে।

ঢাকায় আমি দেখেছি ওর শেখানোর স্টাইলটা খুব ভাল। কাজে যারা কর্মশালাটি করবে তারা উপকৃত হবে। তবে, রেজিস্ট্রেশন করার আগে মনে রাখতে হবে এই কোর্সটা যারা একবারেই কম্পিউটার জানে না তাদের জন্য নয়! এই ইভেন্ট পেজে বিস্তারিত জানা যাবে। Click This Link আশাকরি নতুনদের জন্য সোহাগ আর মামুনের এই প্রচেষ্ঠা সফল হবে। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।