আমাদের কথা খুঁজে নিন

   

ব্রো আমার ল্যাপির কি করা যায় এখন !! !! টোটালি পিসড অফফ

প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম

সমস্যা কি নিজেই জানিনা। ল্যাপটপ গরম হইলেই বন্দ্ব হয়ে যায় তাই এখন ল্যাপির উপরের পার্ট (কিবোর্ড সহ) খুলে রাখছি আর নিচের দিকেও র‍্যাম ঢাকার পার্ট টা খুলে রাখছি । উপরে একটা কুলিং ফ্যান আর নিচে একটা লাগানো আছে। ম্যাশিন চলে ঠিকি কিন্ত একটু হেভি ইউজ করলে ডাইরেক্ট অফ হয়ে যায়। যেমন ২/৩ গিগা সাইযের একটা এইচডি ভিডিও প্লে করলে।

আমি মূলত এফ এল স্টুডিও তে কাজ করি কিন্ত এখন ঠিক মত কাজই করতে পারছিনা ম্যাশিন বন্দ্ব হয়ে যায়। আগে তো আমি এয়ার কূলার ছাড়া এসাসিন ক্রিড , ক্রাইসিস এর মত গেইম খেলতাম। এখন ল্যাপটে দুইটা কুলিং ফ্যান লাগানো আমার উপরের পার্টটা খুলে রাকছি তাও এমন অবস্থা। প্রসেসর কি দুর্বল হয়ে গেল নাকি । ল্যাপটপ চ্যাঞ্জ করা ছাড়া কোন উপায় থাকলে বইলেন তো।

আর হ্যা এইটা আই থ্রী। আমি এখন একটা কোর ২ ডুও সিপিও কিনব যারা কোরাইথ্রী আর কোর ২ ডুও একসাথে ইউজ করেছেন একটু বলবেন তো পারফর্মেন্স ডিফারেন্স টা কতটুকু। আমি কোর ২ ডুও ম্যাশিনে শুধু মিউজিক প্রোডাকশন এর কাজ করব অর্থাৎ এফ এল স্টুডিও ইউজ করব জাস্ট।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।