বিশ্বের প্রথম দেশ হিসেবে উরুগুয়ে সরকার মারিজুয়ানার উৎপাদন, বিক্রি এবং ব্যবহারের বৈধতা দিয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে প্রায় ১২ ঘণ্টা বিতর্কের পর সিনেটররা এই ঐতিহাসিক বিল অনুমোদন করেন।
বিলে বলা হয়েছে, দেশটির আঠারো বয়সের উপরে যে কোন নিবন্ধিত নাগরিক একমাসে সর্বোচ্চ ৪০ গ্রাম পরিমাণ মাদক কিনতে পারবে। আগামী এপ্রিল মাসের আগে কেউ এক্ষেত্রে বল প্রয়োগ করতে পারবে না।
সরকার মনে করছে, এর মাধ্যমে অবৈধ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা যাবে। যদিও সমালোচকরা বলছেন, এতে মানুষ আরও বেশিমাত্রায় মাদকাসক্ত হয়ে পড়বে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।