জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেছেন, সাভারে ভবনধসের ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এই সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। তিনি ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘স্তম্ভ ধরে ধাক্কা দেওয়া’-সংক্রান্ত বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, ‘খাল কাটা কর্মসূচির ওপর একবার পিএইচডি হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এবার ঝাঁকুনিতত্ত্বের জন্য ডক্টরেট ডিগ্রি পাবেন তিনি।’
মহান মে দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক শ্রমিক সমাবেশে কাজী জাফর আহমদ এসব কথা বলেন।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম হাবিব দুলাল, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম এম আলম, এস এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।